৭ বৈশাখ ১৪৩২ মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২ মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫

মাধ্যমিক পরীক্ষার্থী পিছু স্কুলগুলিকে ১০ টাকা করে অনুদান দেবে পর্ষদ

High News Digital Desk:

মাধ্যমিক পরীক্ষার্থী পিছু স্কুলগুলিকে ১০ টাকা করে অনুদান দেবে পর্ষদ:

মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্র পিছু ১০ টাকা করে স্কুলগুলিকে দেবে মধ্যশিক্ষা পর্ষদ। প্রত্যেকটি স্কুলকে নোটিস পাঠিয়ে জানাল মধ্যশিক্ষা পর্ষদ।  গতকাল, শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ। এই অনুদানের পরিমাণ নিয়ে উঠেছে প্রশ্ন।  কিন্তু পড়ুয়া পিছু মাত্র ১০ টাকায় কী হয়? আজকের দিনে ১০ টাকার মূল্য কী? ছাত্র-ছাত্রীরা যাতে তাদের স্কুলে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এবং তাদের জন্য সব রকমের ব্যবস্থা থাকে তার জন্য ছাত্র পিছু ১০ টাকা করে বরাদ্দ পর্ষদের। এর জন্য চলতি বছরে মধ্যশিক্ষা পর্ষদের ১ কোটি টাকা খরচ হতে চলেছে। প্রত্যেক স্কুলকে পরীক্ষার আগেই এই টাকা পাঠিয়ে দেবে পর্ষদ। অর্থাৎ, কোনও স্কুলে যদি ১০০ জন মাধ্যমিক পরীক্ষার্থী থাকে, তাহলে সেই স্কুলকে দেওয়া হবে ১০০০ টাকা। মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য স্কুলের তরফে অনেক পদক্ষেপ করা হয়। এই আবহে ছাত্র পিছু দশ টাকা করে স্কুলগুলিকে দেওয়া হবে। এই পরিস্থিতিতে শিক্ষকদের প্রশ্ন, প্রস্তুতির জন্য যদি পড়ুয়াদের অতিরিক্ত ক্লাস নেওয়া হয়, টিফিনে একটা ছোট কেক বা দু’টো কলার বেশি এই টাকায় কিছুই হবে না। আর প্রস্তুতির জন্য তো আর সারা বছরে একটা ক্লাস নেওয়া হয় না। অনেক সময় দেখা যায়, মাধ্যমিক পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে। আবার বিতর্কিত প্রশ্নও এসে থাকে। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় পাক–অধিকৃত কাশ্মীরের পরিবর্তে ‘আজাদ কাশ্মীর’ লেখা ম্যাপ পয়েন্টিং এসেছিল। তখন তুমুল বিতর্ক তৈরি হয়। এমনকী বিজ্ঞান এবং গণিতেও সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার অভিযোগ ওঠে। এই আবহে যে পাঁচটি বই সেগুলি নবম–দশম শ্রেণির পড়ুয়াদের দেওয়া হবে, সেগুলি বেসরকারি প্রকাশনা সংস্থার বই। বাংলা ব্যাকরণ, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান বিষয়ক বই দেওয়া হবে পরীক্ষার্থীদের। শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Scroll to Top