৮ পৌষ ১৪৩২ বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০২৫
৮ পৌষ ১৪৩২ বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০২৫

‘মহিলাদের মধ্যরাতে রাতের রাস্তা দখল কর্মসূচিকে’ কটাক্ষ কুণাল ঘোষের

High News Digital Desk:

কলকাতা : আরজি কর হাসপাতালের ঘটনায় প্রতিবাদ স্বরূপ স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্যের মহিলারা অভিনব প্রতিবাদে সামিল| বাংলার বিভিন্ন প্রান্তে রাতের রাস্তার দখল নিতে চলেছেন তাঁরা| নারকীয় বীভৎসতার অকুস্থল আরজি কর হাসপাতাল চত্বরেও সেই প্রতিবাদ কর্মসূচির জন্য প্রস্তুত করা হয়েছে অবস্থান মঞ্চ| এমনই এক আবহে আসন্ন রাতের কর্মসূচিকে তীব্র কটাক্ষে বিঁধলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ| আজ বেলা ১১টা ৭-এ নিজের এক্স (X) হ্যান্ডলে কুণাল লেখেন, ‘RGKar.   প্রতিবাদ আমরা সবাই করছি| কিন্তু বামরাম মুখোশ পরে রাতে পথনাটিকা করবে| তাতে সামিল হবেন না|’
সামাজিক মাধ্যমে সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল (CPIM West Bengal) ডিওয়াইএফআই ওয়েস্ট বেঙ্গল (DYFI West Bengal)-এর হ্যান্ডলে প্রকাশিত একটি পোস্ট শেয়ার করে| ডিওয়াইএফআই ওয়েস্ট বেঙ্গলের পোস্টে মেয়েদের উদ্দেশে ‘মধ্যরাতে রাতের দখল নেওয়া’র আহ্বান করা হয়েছে| সঙ্গের পোস্টারেও লেখা, ‘মেয়েরা, রাতের দখল নাও মধ্যরাতে আর জি করে|’ পোস্টারটির নীচে তারিখ, সময় ও স্থানের উল্লেখ করা হয়েছে ১৪ আগস্ট, রাত ১১:৩০, আর জি কর অবস্থান মঞ্চ| পাশে উল্লম্ব ভাবে আরও লেখা, ‘জ্বালো স্বাধীনতার আলো|’
তৃণমূল নেতা কুণাল ঘোষ সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের গোটা পোস্টটাই তুলে ধরে নিজের হ্যন্ডলে লিখেছেন, ‘ওরা বানতলা, ধানতলাসহ অসংখ্য ঘটনার ধারক বাহক| এখন একটি বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা নিয়ে ঘোলাজলে মাছ ধরতে নেমেছে|’
এর আগে, আজই সকাল ১০টা নাগাদ, এই নিয়ে এক্স (X)-এ আরও একটি প্রতিক্রিয়া দিয়েছিলেন তণমূল নেতা| তাতে কুণাল ঘোষ লিখেছিলেন, ‘RGKar.   প্রতিবাদ হোক| কিন্তু বহু ধর্ষণ, খুন যাদের জমানায়, সেই CPM, BJPর বকলমা ইভেন্টে যাবেন না|’ কুণালের প্রশ্ন, ‘কিছুকাল আগে যাদবপুরে ছাত্রের মৃত্য| কোথায় ছিল বামেরা ? CCTV লাগানোর বিরুদ্ধে আন্দোলন| বামেরা কী করেছিল?’
সামাজিক মাধ্যমে তৃণমূল নেতা কুণাল ঘোষের এই দুই লেখা ঘিরে যথারীতি শুরু হয়েছে বিতর্ক| মিলেছে মিশ্র প্রতিক্রিয়া|

Scroll to Top