ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। মধ্যরাতে কেঁপে ওঠে নেপালের মাটি। বৃহস্পতিবার রাতে কম্পন হয় নেপাল এবং উত্তরাখণ্ড সীমান্ত লাগোয়া এলাকায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভারতীয় সময় রাত ১টা ৩৩ মিনিটে এই কম্পন হয়। কম্পনের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।
এদিন, নেপালে যে কম্পন হয় তার রেশ পাওয়া যায় উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশ-এর একাংশেও। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।









