২৮ কার্তিক ১৪৩১ বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪
২৮ কার্তিক ১৪৩১ বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

‘মঙ্গলবার বিকেল ৫টা, তার মধ্যেই ফিরতে হবে কাজে, নইলে ব্যবস্থা নিতে পারে রাজ্য’, বলল সুপ্রিম কোর্ট

High News Digital Desk:

নয়াদিল্লি : প্রায় একমাস কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা| তবে এবার তাঁদের প্রতি কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট| সাফ জানিয়ে দিল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে হবে চিকিৎসকদের|

কর্মবিরতি থেকে সরতেই হচ্ছে জুনিয়র ডাক্তারদের| ১০ তারিখ বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে হবে তাঁদের| সোমবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট| আরজি কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা| শীর্ষ আদালতের আবেদনের পরেও কাজে ফেরেননি তাঁরা| এর জেরে গোটা রাজ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে| সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলাকালীন এমনই দাবি করলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল| রাজ্যের স্বাস্থ্য দফতরের এই সংক্রান্ত রিপোর্ট সিল করা এনভেলপে আদালতে জমা করা হয়েছে বলেও জানান তিনি| তখনই সিবিআইয়ের পক্ষে সওয়ালে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এমন কোনও রিপোর্ট তাঁরা হাতে পাননি| রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এর উত্তরে জানান, স্বাস্থ্য দফতরের রিপোর্ট কেবল আদালতকেই পাঠানো হয়েছে| এমন জবাবে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য আড়াল করা নিয়ে খোঁচা দেন সলিসিটর জেনারেল| পরিস্থিতি সামাল দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়| তদন্তের অগ্রগতি সম্পর্কিত সিবিআইয়ের পেশ করা রিপোর্ট খতিয়ে দেখতে মনোযোগ দেন তিনি|

কর্মবিরতির জেরে রোগীমৃত্যর অভিযোগ যে শীর্ষ আদালতে যথেষ্ট গুরুত্ব পেতে চলেছে, তা অবশ্য রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের সওয়ালের সময়ই পরিষ্কার হয়ে গিয়েছিল| কেবল আরজি কর নয়, অন্যান্য হাসপাতালেও চিকিৎসকদের কর্মবিরতির জন্য রোগীদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে| সেই তালিকায় রয়েছে এসএসকেএমের মতো হাসপাতালও| কেবল কলকাতা নয়, রাজ্যের অন্যান্য জেলার হাসপাতালেও উঠছে বিনা চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ|

অবশেষে আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট| সোমবার আরজি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে| বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে| কাজে না ফিরলে চিকিৎসকদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে পারবে রাজ্য| তবে এই সময়সীমার মধ্যে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে|

গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই আন্দোলন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা| বিচারের দাবিতে পথে নেমেছেন তাঁরা| চলছিল কর্মবিরতিও| রাজ্য সরকারের অনুরোধ সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা কাজে ফেরেননি| এমনকী, আরজি কর হাসপাতাল কাণ্ডে প্রথম দিনের শুনানিতে সুপ্রিম কোর্টও জুনিয়র চিকিৎসকদের আবেদন করেছিল, তাঁরা যেন কর্মবিরতি প্রত্যাহার করেন| তাতে সাড়া দেয় দিল্লি এইমস সহ দেশের বহু হাসপাতাল| কিন্তু কর্মবিরতিতে অনড় অবস্থান নিয়েছিলেন এরাজ্যের জুনিয়র ডাক্তাররা| সোমবারের শুনানিতে সেই প্রসঙ্গ উঠলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েদিল, অবিলম্বে কাজে যোগ দিতে হবে জুনিয়র চিকিৎসকদের|

আরজি কর হাসপাতালে চিকিৎসক-তরুণীর ধর্ষণ-খুন মামলায় সুপ্রিম কোর্টে পরের শুনানির দিন ধার্য হয়েছে ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার| সেদিনও সিবিআইকে তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কিত রিপোর্ট জমা দিতে হবে| নির্দেশ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের|

Scroll to Top