নয়াদিল্লি : প্রায় একমাস কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা| তবে এবার তাঁদের প্রতি কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট| সাফ জানিয়ে দিল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে হবে চিকিৎসকদের|
কর্মবিরতি থেকে সরতেই হচ্ছে জুনিয়র ডাক্তারদের| ১০ তারিখ বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে হবে তাঁদের| সোমবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট| আরজি কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা| শীর্ষ আদালতের আবেদনের পরেও কাজে ফেরেননি তাঁরা| এর জেরে গোটা রাজ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে| সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলাকালীন এমনই দাবি করলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল| রাজ্যের স্বাস্থ্য দফতরের এই সংক্রান্ত রিপোর্ট সিল করা এনভেলপে আদালতে জমা করা হয়েছে বলেও জানান তিনি| তখনই সিবিআইয়ের পক্ষে সওয়ালে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এমন কোনও রিপোর্ট তাঁরা হাতে পাননি| রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এর উত্তরে জানান, স্বাস্থ্য দফতরের রিপোর্ট কেবল আদালতকেই পাঠানো হয়েছে| এমন জবাবে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য আড়াল করা নিয়ে খোঁচা দেন সলিসিটর জেনারেল| পরিস্থিতি সামাল দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়| তদন্তের অগ্রগতি সম্পর্কিত সিবিআইয়ের পেশ করা রিপোর্ট খতিয়ে দেখতে মনোযোগ দেন তিনি|
কর্মবিরতির জেরে রোগীমৃত্যর অভিযোগ যে শীর্ষ আদালতে যথেষ্ট গুরুত্ব পেতে চলেছে, তা অবশ্য রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের সওয়ালের সময়ই পরিষ্কার হয়ে গিয়েছিল| কেবল আরজি কর নয়, অন্যান্য হাসপাতালেও চিকিৎসকদের কর্মবিরতির জন্য রোগীদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে| সেই তালিকায় রয়েছে এসএসকেএমের মতো হাসপাতালও| কেবল কলকাতা নয়, রাজ্যের অন্যান্য জেলার হাসপাতালেও উঠছে বিনা চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ|
অবশেষে আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট| সোমবার আরজি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে| বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে| কাজে না ফিরলে চিকিৎসকদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে পারবে রাজ্য| তবে এই সময়সীমার মধ্যে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে|
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই আন্দোলন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা| বিচারের দাবিতে পথে নেমেছেন তাঁরা| চলছিল কর্মবিরতিও| রাজ্য সরকারের অনুরোধ সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা কাজে ফেরেননি| এমনকী, আরজি কর হাসপাতাল কাণ্ডে প্রথম দিনের শুনানিতে সুপ্রিম কোর্টও জুনিয়র চিকিৎসকদের আবেদন করেছিল, তাঁরা যেন কর্মবিরতি প্রত্যাহার করেন| তাতে সাড়া দেয় দিল্লি এইমস সহ দেশের বহু হাসপাতাল| কিন্তু কর্মবিরতিতে অনড় অবস্থান নিয়েছিলেন এরাজ্যের জুনিয়র ডাক্তাররা| সোমবারের শুনানিতে সেই প্রসঙ্গ উঠলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েদিল, অবিলম্বে কাজে যোগ দিতে হবে জুনিয়র চিকিৎসকদের|
আরজি কর হাসপাতালে চিকিৎসক-তরুণীর ধর্ষণ-খুন মামলায় সুপ্রিম কোর্টে পরের শুনানির দিন ধার্য হয়েছে ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার| সেদিনও সিবিআইকে তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কিত রিপোর্ট জমা দিতে হবে| নির্দেশ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের|