৩ আশ্বিন ১৪৩১ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪
৩ আশ্বিন ১৪৩১ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

ভিনরাজ্যে গণপিটুনিতে মৃত্যু, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

কলকাতা : হরিয়ানায় কাজে গিয়ে গণপিটুনিতে নিহত বাংলার পরিযায়ী শ্রমিক। পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কুণাল ঘোষ সমাজমাধমে একটি পোস্ট করে লিখেছেন, ‘বিজেপি শাসিত হরিয়ানায় পরিকল্পিত গণপিটুনিতে নিহত বাংলার শ্রমিক সাবির মল্লিকের পরিবারের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজনকে চাকরি দিচ্ছেন তিনি। তৃণমূলের তরফ থেকে আর্থিক সাহায্যও করা হয়েছে। মুখ্যমন্ত্রী খবর রেখেছেন।’

নাম সাবির মল্লিক। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। হরিয়ানায় কাজের সূত্রে গিয়েছিলেন। সাবির গো মাংস খেয়েছেন, এমন অনুমানে তাঁকে মারধর করা হয় গত ২৭ আগস্ট। গণপিটুনিতে প্রাণ হারান বাংলার এই পরিযায়ী শ্রমিক। রবিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যায় বাসন্তীতে। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে দলটি। পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়।

সোমবার কুণাল ঘোষ দাবি করেছেন, বাংলার মুখ্যমন্ত্রী সাবিরের পরিবারের একজনকে চাকরি দিচ্ছেন। হরিয়ানায় গণপিটুনির ঘটনায় ২৮ আগস্ট মামলা রুজু হয়েছে। গ্রেফতার হয়েছে নাবালক সহ বেশ কয়েকজন।

Scroll to Top