নিজস্ব সংবাদদাতা : ভারতে আয়োজিত বিশ্বকাপে পাকিস্তান আদৌ খেলবে ? চিঠি পাঠিয়ে পিসিবি বিশ্বকাপ খেলতে আসার অনুমতি চেয়েছে সরকারের কাছে। উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। চলতি সপ্তাহে ওই কমিটির বৈঠকের রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে। রিপোর্টের উপর নির্ভর করছে পাকিস্তানের বিশ্বকাপ ভবিষ্যৎ। ব্যক্তিগতভাবে পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি চান না ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক পাকিস্তান। কারণ ভারতীয় দল এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসছে না। ওই কমিটির নেতৃত্বে রয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। পাক ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি ছাড়াও সরকারের একঝাঁক মন্ত্রী ওই কমিটিতে রয়েছেন। তবে কমিটিতে নেই ক্রিকেটের বোর্ডের কোনও প্রতিনিধি। যদি নিরাপত্তার কারণে পাক দল ভারতে যেতে না চায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ভারত খেলতে আসছে না বলে পাকিস্তানও যাবে না, এইভাবে মিলিয়ে ফেলা ঠিক নয়। আন্তর্জাতিক ক্রিকেটে এমন চলতে পারে না। প্রাক্তন পিসিবি কর্তার মতে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে জটিলতা কাটিয়ে ফেলতে হবে। না হলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাক দলকে নিষিদ্ধ করা হতে পারে বলেই তাঁর আশঙ্কা।
