২ শ্রাবণ ১৪৩২ রবিবার ১৯ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২ রবিবার ১৯ জুলাই ২০২৫

ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশ প্রসঙ্গ

High News Digital Desk:

নয়াদিল্লি : বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় সে’দেশে সংখ্যালঘু হিন্দুদের দুশ্চিন্তা যে স্বাভাবিক, তা ভারতের স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে জানান, ‘১৪০ কোটি ভারতবাসী চান, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা সুনিশ্চিত হোক। ভারত সব সময় চায় যে, প্রতিবেশী দেশগুলি সুখ ও শান্তির পথে চলুক।’ নরেন্দ্র মোদি উল্লেখ করেন, ‘শান্তির প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ। শান্তি আমাদের সংস্কার। আগামী দিনে বাংলাদেশের বিকাশযাত্রায় সর্বদা আমাদের শুভাকাঙ্ক্ষাই থাকবে।’

এদিকে উল্লেখযোগ্যভাবে এদিনই সংঘ-প্রধান মোহন ভাগবত বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এদেশের কেন্দ্রীয় শাসকের প্রতি বার্তা দিয়েছেন। বাংলাদেশের হিন্দুদের সঙ্গে যাতে অন্যায় ও অত্যাচার না হয়, সে’ব্যাপারে ভারতের পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। মোহন ভাগবত বলেছেন, ‘কোনও কারণ ছাড়াই হিন্দুরা বাংলাদেশে হিংসার শিকার হচ্ছেন।’

Scroll to Top