২২ অগ্রহায়ণ ১৪৩২ মঙ্গলবার ০৮ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২ মঙ্গলবার ০৮ ডিসেম্বর ২০২৫

ভাগলপুরের সাতটি বিধানসভা কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ভোটের হার ৩৭ শতাংশ

High News Digital Desk:

ভাগলপুরের সাতটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এখানে ৩৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

এদিন সকাল থেকেই ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে ভোটাররা তাদের ভোট দিচ্ছেন। বিহপুর বিধানসভা কেন্দ্রে দুপুর ১২ টা নাগাদ ৩৮ শতাংশ ভোটার ভোট দিয়েছেন, যেখানে গোপালপুর বিধানসভা কেন্দ্রে এখনও পর্যন্ত ৪৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। উভয় বিধানসভা কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা জানিয়েছেন, বিকেল ৫ টা পর্যন্ত ৬১ শতাংশ ভোটার ভোট দেবেন বলে আশা করা হচ্ছে।

ভোটকেন্দ্রে পুরুষদের তুলনায় মহিলা ভোটাররা বেশি উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন। প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং জেডিইউর নেত্রী কাহকাশন পরভীন, তাঁর স্বামী মহাম্মদ নাসিমুদ্দিন এবং তাঁর শাশুড়ি আমনা খাতুনের সঙ্গে ভাগলপুরের ইশাকচকের ২৮২ নম্বর বুথে ভোট দিয়েছেন। ভোট দিয়ে তিনি বলেন, সুস্থ গণতন্ত্রের জন্য ভোটদান প্রতিটি নাগরিকের চূড়ান্ত কর্তব্য। ন্যায়বিচারের সঙ্গে উন্নয়নের এই যাত্রা নিরবচ্ছিন্নভাবে চালাতে হবে, এটাই গণতন্ত্রের আসল শক্তি। পাশাপাশি তিনি সকল ভোটারদের কাছে বিপুল সংখ্যক ভোট দেওয়ার এবং বিহার ও দেশের উজ্জ্বল ভবিষ্যত গঠনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার আবেদন জানান।

Scroll to Top