৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

ভরাতীয়দের রুশ সেনায় ‘না’, পুতিনকে মোদি

High News Digital Desk:

 

তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম রাশিয়া সফর নরেন্দ্র মোদির। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর, এই প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন মোদি। রাশিয়ায় ঘুরতে যাওয়া ভারতীয়দের প্রতারণা করে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছিল আগেই। পুতিনের সঙ্গে সাক্ষাতে এই বিষয়টি তুলে ধরেন মোদি। মোদির কাছ থেকে বিষয়টি শুনে ভারতীয়দের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুতিন।

২ দিনের সফরের প্রথম দিন, সোমবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজ সারেন মোদি। মঙ্গলবার দুই নেতা রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে বৈঠকও সারলেন। মোদি শেষ রাশিয়া সফর করেছেন ২০১৯ সালে। পুতিন ভারতে এসেছিলেন ২০২১ সালে । তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদিকে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্রের খবর, নৈশ ভোজের টেবিলে মোদি পুতিনকে পরামর্শ দিয়েছেন, রাশিয়ার উচিত রাষ্ট্র সংঘের নীতিকে সম্মান জানানো। বর্তমান পরিপ্রেক্ষিতে যুদ্ধ বন্ধ করাই একমাত্র উচিত পদক্ষেপ। কূটনীতি ও আলোচনাই একমাত্র পথ। সব মিলিয়ে, মোদির মস্কো সফরকে গুরুত্বের সঙ্গে দেখেছে নয়া দিল্লি।

Scroll to Top