- ব্যাটিং ব্যর্থতার জন্যই সিরিজ হার স্বীকার করে নিলেন দলের হেড কোচ রাহুল দ্রাবিড়
চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের রিপ্লেকা! গত ম্যাচে যশস্বী জসওয়াল ও শুভমান গিলের উপর ভর করে ৯ উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল ভারত। পঞ্চম ম্যাচে সেই একই ভূমিকা পালন করে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজ জেতালেন ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরান। দুই ক্যারিবিয়ান ব্যাটারের দাপটে দাঁড়াতেই পারল না হার্দিক পাণ্ডিয়ার দল। ফলে টিম ইন্ডিয়াকে পাল্টা দিয়ে ৮ উইকেটে জিতে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে নাম লেখাল ক্যারিবিয়ানরা। ১৮ ওভারে মাত্র ২ উইকেটে ১৭১ রান তুলে ম্যাচ ও সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মূলত ব্যাটিং ব্যর্থতার জন্যই সিরিজ হারতে হল। সেটা স্বীকার করে নিলেন দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় প্রতিক্রিয়া দিয়েছেন তা অবাক করে দেওয়ার মতো। ভুল স্বীকার করে নিয়েছেন তিনি। কিন্তু দল নিয়ে কড়া অবস্থান নেওয়ার পরিবর্তে বলেছেন, ‘এটা তরুণদের নিয়ে গড়া টিম। যারা এখনও শিখছে। এমনটা হয়েই থাকে। ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসে রাহুল সিরিজ হারের জন্য ব্যাটারদের দিকেই আঙুল তোলেন। তিনি বলেন, “আমরা ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে সুযোগ দিতে চেয়েছিলাম। এটাই ছিল আমাদের লক্ষ্য। সেজন্য পারফরম্যান্সে প্রভাব পড়েছে। তবে যাই হোক, শেষ ম্যাচে আমাদের ব্যাটাররা নিজেদের আরও মেলে ধরতে পারলে, ফলাফল অন্যরকম হতেই পারত। বোলারদের দোষ দিয়ে লাভ নেই।









