কলকাতা : রাতের কলকাতায় আবারও বেপরোয়া গতিতে অঘটন। গাড়ির ধাক্কায় জখম হলেন বাইক আরোহী। আহত ব্যক্তির পরিবারের অভিযোগ, টলিউড অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের গাড়ির ধাক্কায় জখম হন ওই বাইক আরোহী। গতকাল রাত একটা নাগাদ বেহালা থানার মুচিপাড়া রোডে ঘটে দুর্ঘটনা।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, অফিস করে বাড়ি ফিরছিলেন ওই যুবক। তখনই বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসে গাড়িটি। কিছু বুঝে ওঠার আগেই সজোরে ধাক্কা মারে তাঁকে। গুরুতর আহত অবস্থায় প্রথমে এমআর বাঙ্গুর হাসপাতাল, পরে এসএসকেএমের ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয় যুবককে। বাইক আরোহীকে ধাক্কা মারার পর একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে অভিনেতার গাড়ি। ওই বাড়ির গেটটিও গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছে। দুর্ঘটনার পরই অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেফতার করে বেহালা থানার পুলিশ।
জানা যাচ্ছে, আহত বাইক আরোহী গুরুতর জখম হয়েছেন। তাঁর বয়স ২৯। তিনি বেহালারই বিদ্যাসাগর কলোনির বাসিন্দা। কাজ করেন একটি আইসক্রিম কারখানায়। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ভেঙে টুকরো হয়ে গিয়েছে বাইক আরোহীর হাঁটু ও কোমরের হাড়।
পরিবারের তরফে পুলিশে অভিযোগ করে বলা হয়, গাড়ি চালাচ্ছিলেন টলিউড অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। তিনি সে’সময় নেশাগ্রস্থ ছিলেন বলেও অভিযোগ। দুর্ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা।