কলকাতা : মেট্রোর কাজের জেরে বউবাজারে ফের বিপত্তি| মাটির নিচ থেকে বের হচ্ছে জল| ঘটনার প্রতিবাদে সেন্ট্রাল মেট্রো স্টেশনে তৈরি হয় উত্তেজনা| খালি করে দেওয়া হয়েছে ১১ টি বাড়ি|
বৃহস্পতিবার রাতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল ঢোকে| দুর্গা পিতুরি লেনের ১১টি বাড়ি থেকে ৫২ জন বাসিন্দাকে সরানো হয় হোটেলে| কিন্তু বাসিন্দাদের অভিযোগ, ২৬ তারিখ তাঁদের হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল কাজ হওয়ার জন্য| এরপর ২ তারিখ ফিরে আসার অনুমতি দেওয়া হয় সব ঠিক আছে বলে| কিন্তু বৃহস্পতিবার রাতে আবার জরুরি ভিত্তিতে বেরিয়ে যেতে বলা হয় তাঁদের| প্রায়ই এমন ঘটনা| প্রতিবাদে ব্যস্ত সময়ে মেট্রো স্টেশনে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা| ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা তৈরি হয় সেন্ট্রালে| ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের|
মেট্রোর ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, এটা বিপজ্জনক ব্যাপার নয়| কিন্তু রাজ্যের এসওপি অনুযায়ী, বউবাজারে কিছু হলেই বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়| গন্ডগোলের খবর পেয়ে মেট্রোর আধিকারিকরা বউবাজারে যান| মেট্রোর তরফে বিক্ষুদ্ধদের বোঝানোর চেষ্টা করা হয়| মেট্রোর তরফে জানানো হয়েছে, এবারের ওয়াটার লিকেজ গুরুতর নয়| দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে|