৬ পৌষ ১৪৩২ মঙ্গলবার ২২ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২ মঙ্গলবার ২২ ডিসেম্বর ২০২৫

বৃহস্পতিবার থেকে হাওড়া কর্ড লাইনে বাতিল থাকবে ট্রেন ,দেখে নিন তালিকা

High News Digital Desk:

বর্ধমান ভায়া কর্ড লাইনে এক গুচ্ছ ট্রেন বাতিল থাকছে।মশাগ্রাম -শক্তিগড় লাইন, বর্ধমান কর্ডে রেল লাইনে কাজের জন্য ট্রেন বাতিল থাকছে।১৪-১৭ তারিখ পর্যন্ত বাতিল থাকবে হাওড়া থেকে বর্ধমান এবং হাওড়া থেকে মশাগ্রাম লাইন মিলিয়ে মোট ২০০ টি ট্রেন বাতিল থাকবে।

পূর্ব রেলের কার্ড শাখায় ১৪,১৫,১৬ নভেম্বর ১১টি ট্রেন বাতিল থাকছে। ১৭ই নভেম্বর ১২ টি ট্রেন বাতিল থাকছে ,এই ট্রেন ছাড়াও ১৪-১৭ নভেম্বর থেকে হাওড়া হুল এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি মেমু বাতিল থাকছে। হাওড়া – রামপুরহাট, শিয়ালদহ-রামপুরহাট, ১৩-১৬কবিগুরু এক্সপ্রেস বন্ধ থাকছে।১৪-১৬শিয়ালদহ – আসানসোল,ইন্টারসিটি এক্সপ্রেস,১৬-১৭ নভেম্বর গণদেবতা এক্সপ্রেস চলবে না।

শীতকালের আমেজে অনেকেই বাঁকুড়ার ঘুরতে যায়, কিন্তু এই চারদিন চরম ভোগান্তি থাকবে যাত্রীদের। হাওড়া থেকে ভায়া মশাগ্রাম হয়ে বাঁকুড়া লাইন দিয়ে ট্রেন গেলে অনেকটাই সুবিধা পাবে বাঁকুড়া-পুরুলিয়া বিস্তীর্ণ এলাকার যাত্রীরা।

Scroll to Top