নিজস্ব সংবাদদাতা : ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ| দক্ষিণেও ঢুকে পড়েছে বর্ষা| বৃহস্পতিবার কলকাতার কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর| কিছু এলাকায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে| তারই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস| রয়েছে হলুদ সতর্কতা| বজ্রপাত হলে বাসিন্দাদের কোনও নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে| বজ্রপাতে ৱুধবার দুই জেলায় মোট ১১ জনের মৃতু্য হয়েছে| আজ এবং কাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে| বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই চার জেলায়| এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে অন্তত ৫ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা| উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে| চরম বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে| তিস্তা, তোর্সা, জলঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বিপদসীমা ছুঁয়ে ফেলার আশঙ্কা রয়েছে| তবে কাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে|









