২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা, ধ্বনি উঠল নির্যাতিতার সুবিচার চেয়ে

কলকাতা : পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরোর আমৃত্যু সদস্য বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হল কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। স্মরণ সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআইএম পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র, নীলোৎপল বসু, রামচন্দ্র ডোম। কেন্দ্রীয় কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, শ্রীদীপ ভট্টাচার্য, দেবলীনা হেমব্রম। কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য। এছাড়াও ছিলেন বামফ্রন্টের শরীর দলের শীর্ষনেতারা। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও ছিলেন এই স্মরণ অনুষ্ঠানে।

অস্থির এই সময়ে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় নেতারা বার্তা দিলেন আন্দোলনের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার। বিমান বসু তুলে ধরলেন রাজনীতির শুরুর দিনে বুদ্ধবাবুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। আগামী দিনের লড়াইয়ে তাঁর পথ ধরে এগিয়ে যাক আগামী প্রজন্ম, বার্তা বিমান বসুর। শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দিল্লি থেকে ভিডিও বার্তা দিলেন তিনি। সূর্যকান্ত মিশ্র তুলে ধরলেন মন্ত্রীসভার সদস্য হিসেবে তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, শোকসভাকে শপথের সভায় পরিণত করতে হবে। তাঁর প্রত্যাশা, বুদ্ধদেব ভট্টাচার্যের চিন্তা-চেতনাকে এগিয়ে নিয়ে যাবে আগামী প্রজন্ম।

বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় উঠল ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগানও। নেতাজি ইনডোর স্টেডিয়ামে উপস্থিত সিপিআইএম কর্মী-সমর্থকরা গলা মেলালেন স্লোগানে। নেতাদের বক্তব্যতেও উঠে এলো নির্যাতিতা তরুণী ডাক্তারের প্রসঙ্গ।আজীবন সৎ, আদর্শবান কমিউনিস্ট মুখ্যমন্ত্রীর স্মরণসভায় মিলে গেল তরুণী ডাক্তারের জন্য ন্যায়বিচারের দাবি।

Scroll to Top