২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

বুদ্ধদেবের স্বপ্নকে সার্থক করার ডাক সুজনের, সেলিম বললেন গণতান্ত্রিক মূল্যবোধের কথা, স্বনির্বাচিত স্মৃতিতে ডুব শুভেন্দুর

High News Digital Desk:

কলকাতা : বৃহস্পতিবার থেকে পিস ওয়ার্ল্ডে রাখার পর, শুক্রবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভা ভবন, মুজফফর আহমেদ ভবন ও দীনেশ মজুমদার ভবন ঘুরে নীররতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে| প্রতি জায়গাতেই মরদেহতে শ্রদ্ধা জানাতে ভিড় উপচে পড়ে| সিপিআইএমের কেন্দ্র ও রাজ্য স্তরের বিশিষ্ট নেতারা তো ছিলেনই, অন্যান্য দলের নেতানেত্রীও সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ডকে| পিস ওয়ার্ল্ডে উপস্থিত সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সাংবাদিকদের জানান, মানুষের মনের জগতে বুদ্ধদার জায়গা অভিভাবক-সম| বাংলার সমাজ, সংস্কৃতি, রাজনীতি, দার্শনিক চেতনা এই সব মিলিয়ে বাংলার মানুষের কাছে অভিভাবক-সম তিনি| তাঁর প্রয়াণে অনেক বড় ক্ষতি হয়েছে, এ নিয়ে কোনও সন্দেহ নেই| তাঁর স্মৃতি এবং তাঁর স্বপ্নকে সঙ্গে নিয়ে বাংলার ভবিষ্যতের জন্য আমাদের লড়াইটা চলবে এবং চালাতে হবে| পাশাপাশি সুজন চক্রবর্তী এও দাবি করেন, দিনের শেষে সব রাজনৈতিক দলের নেতানেত্রীই বুঝতে পারবেন, বুদ্ধদেব ভট্টাচার্য অথবা তাঁর সহকর্মী… ৩৪ বছরের মন্ত্রীরা নানারকম অপচেষ্টা সত্ত্বেও কখনও কালিমালিপ্ত হননি| মাথা উঁচ করেই চলতে পেরেছেন তাঁরা| অন্যদিকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষযাত্রায় প্রায় সব দলের নেতাকর্মীদের উপস্থিতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম| তখন মুজাফফর আহমেদ ভবনে ছিলেন তিনি| সেলিম বলেন, ‘কী ভাবে বিরোধীদের সম্মান দিতে হয়, কী ভাবে গণতান্ত্রিক মূল্যবোধকে তলে ধরতে হয় নিষ্ঠার সঙ্গে, সেটা আজ বুদ্ধদার অন্তিমযাত্রায় ধরা পড়ছে| তার ন্যূনতম প্রভাব যদি বাংলার রাজনীতিতে পড়ে, সেটা বাংলার জন্য মঙ্গল|’

এদিন বিধানসভায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহতে শ্রদ্ধা জানান উপস্থিত মন্ত্রী-বিধায়করা| ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিরোধী দলনেতা| তিনি বলেন, সৎ-পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য | এরপরই সাংবাদিকদের সামনে স্বনির্বাচিত স্মৃতিচারণায় ডুব দেন শুভেন্দু অধিকারী|

Scroll to Top