৭ বৈশাখ ১৪৩২ মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২ মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়েতের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে ভারত, আত্মবিশ্বাসী সুনীলরা

High News Digital Desk:
  • বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়েতের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে ভারত, আত্মবিশ্বাসী সুনীলরা

বৃহস্পতিবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়েতের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে ভারত। আপাতত সেই ম্যাচের আগে প্রস্তুতি শিবিরে রয়েছেন ভারতীয় ফুটবলাররা। অল্পসময়ের এই প্রস্তুতি শিবির নিয়েও খুশি ভারত অধিনায়ক সুনীল ছেত্রী । শক্তিশালী কুয়েতের বিরুদ্ধে নামার আগে মানসিকভাবে তৈরি ভারত। কুয়েত প্রসঙ্গে বলতে গিয়ে সুনীলের বক্তব্য, “আমরা ইতিমধ্যেই কুয়েতের সঙ্গে দু’বার ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। তাই ওদের সম্পর্কে ধারণা রয়েছে। একই সঙ্গে গত তিন বছরে কাতারের সঙ্গে তিনবার মুখোমুখি হয়েছি। এই সব ম্যাচের অভিজ্ঞতা আমাদের বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামার আগে সাহায্য করবে।”সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে ভারত দারুণ খেলেছে। একই সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রতিটি পয়েন্ট গুরুত্বপূ্র্ণ, মানছেন ভারত অধিনায়ক। বলছেন, “এখানে প্রতিটি ম্যাচের প্রতিটি পয়েন্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই কুয়েতের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামার আগে যথেষ্ট পরিশ্রম করেছি সবাই। মানছি কঠিন কাজ, চোট আঘাত রয়েছে। কিন্তু বলতে পারি, আমরা এখন পুরোপুরি তৈরি। ”এখনই তিনি ৩৯। স্বাভাবিকভাবে এটাই কার্যত শেষ প্রাক-বিশ্বকাপ প্রতিযোগিতা হতে চলেছে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর। অস্বীকার করছেন না তিনি নিজেও। এই নিয়ে চতুর্থবার এই প্রতিযোগিতায় নামার আগে আবেগপ্রবণ ভারত অধিনায়ক। জানালেন, পনেরো বছর আগে প্রথম ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন। তখন যেমন ভাবতেন, এই বয়সে এসেও জাতীয় দলের হয়ে খেলতে নামলে একই অনুভূতি হয় তাঁর।

Scroll to Top