৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

বিশেষ সম্মান দিল বিসিসিআই, অমিতাভ বচ্চনের হাতে আসন্ন বিশ্বকাপ টুর্নামেন্টের গোল্ডেন টিকিট তুলে দেওয়া হয়েছে

High News Digital Desk:
  • বিশেষ সম্মান দিল বিসিসিআই, অমিতাভ বচ্চনের হাতে আসন্ন বিশ্বকাপ টুর্নামেন্টের গোল্ডেন টিকিট তুলে দেওয়া হয়েছে

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের হাতে আসন্ন বিশ্বকাপ টুর্নামেন্টের গোল্ডেন টিকিট তুলে দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ এই ঘোষণাটি করেছেন। অমিতাভ বচ্চন একজন কিংবদন্তী অভিনেতা হওয়ার পাশাপাশি ক্রিকেট খেলা দেখতেও যথেষ্ট ভালোবাসেন। আর সেকারণেই বিসিসিআই-অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে ‘বিগ বি’কে এই বিশেষ সম্মান দেওয়া হয়েছে। বিসিসিআই সচিব জয় শাহ অমিতাভের হাতে এই টিকিট তুলে দিয়েছেন। বিসিসিআই-এর পক্ষ থেকে ছবি টুইট করার পাশাপাশি ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের গোল্ডেন আইকনের জন্য গোল্ডেন টিকিট। বিসিসিআই সচিব জয় শাহ আমাদের এই গোল্ডেন টিকিট শতাব্দীর সুপারস্টার শ্রী অমিতাভ বচ্চনের হাতে তুলে দিচ্ছেন। উনি একজন কিংবদন্তী অভিনেতা হওয়ার পাশাপাশি ক্রিকেট খেলার প্রতিও যথেষ্ট উৎসাহী। টিম ইন্ডিয়ার জন্য অমিতাভ বচ্চনের এই সাপোর্ট আমাদের সবসময়ই অনুপ্রাণিত করে। উনি যে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট দেখতে আসবেন, সেটা ভেবেই আমরা যথেষ্ট রোমাঞ্চিত হচ্ছি।’

 

Scroll to Top