৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

বিরাটের অপরাজিত শতরান, চলতি ওডিআই বিশ্বকাপে টানা চতুর্থ জয় পেল ভারতীয় দল

High News Digital Desk:
  • বিরাটের অপরাজিত শতরান, চলতি ওডিআই বিশ্বকাপে টানা চতুর্থ জয় পেল ভারতীয় দল

বাংলাদেশকে সহজেই ৭ উইকেটে হারিয়ে চলতি ওডিআই বিশ্বকাপে টানা চতুর্থ জয় পেল ভারতীয় দল। এই জয়ে সবচেয়ে বড় অবদান থাকল বিরাট কোহলির। ১০৩ রান করে অপরাজিত থাকেন বিরাট। এই জয়ের ফলে নিউজিল্যান্ডের পাশাপাশি ভারতও সেমি-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল। এবারের ওডিআই বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই চ্যাম্পিয়নের মতো খেলছে ভারতীয় দল। কোনও দলই ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারছে না। অন্যদিকে, চতুর্থ ম্যাচে তৃতীয় হারের ফলে সেমি-ফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে গেল বাংলাদেশ। সেমি-ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে বাকি ৫ ম্যাচেই জয় পেতে হবে বাংলাদেশকে। সেই কাজটা অত্যন্ত কঠিন। ফলে ওডিআই বিশ্বকাপের লিগ পর্যায় থেকেই ছিটকে যাওয়ার পথে বাংলাদেশ।  ৮ উইকেটে ২৫৬ রান করে বাংলাদেশ। সর্বাধিক ৬৬ রান করেন ওপেনার লিটন দাস। অপর ওপেনার তানজিদ হাসান করেন ৫১ রান।ভারতের হয়ে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ৪১ রান দিয়ে ২ উইকেট নেন জসপ্রীত বুমরা। ৬০ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ সিরাজ। ৫৯ রান দিয়ে ১ উইকেট নেন শার্দুল ঠাকুর। ৪৭ রান দিয়ে ১ উইকেট নেন কুলদীপ যাদব। রান তাড়া করতে নেমে ৪১.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় ভারত। অধিনায়ক রোহিত শর্মা করেন ৪৮ রান। অপর ওপেনার শুবমান গিল ৫৩ রান করেন। শ্রেয়াস আইয়ার করেন ১৯ রান। ৩৪ রান করে অপরাজিত থাকেন কে এল রাহুল। তবে ভারতের ইনিংসের সেরা আকর্ষণ ছিল বিরাটের অসাধারণ শতরান।বাংলাদেশের হয়ে ৪৭ রান দিয়ে ২ উইকেট নেন মেহিদি। ৬৫ রান দিয়ে ১ উইকেট নেন হাসান মাহমুদ।

Scroll to Top