পায়ে গুরুতর চোট| এখনও পা ফেলতে পারছেন না নায়িকা| হাঁটছেন কোনও মতে| তাই নিয়েই আগামী ছবি ছাবার প্রচারে ব্যস্ত রশ্মিকা মন্দানা| অনুরাগীরা ভেবেছিলেন, বিজয় দেবেরাকোন্ডা হয়তো এই সময় তাঁর প্রেমিকার পাশে থাকবেন| সমাজমাধ্যমে অনেকে অনুযোগও জানিয়েছেন, কেন রশ্মিকার পাশে নেই তাঁর প্রেমিক? যেখানে নায়িকাও সম্প্রতি স্বীকার করেছেন, প্রেম আছে তাঁদের! এরই মাঝে মহাকুম্ভে মায়ের সঙ্গে দেখা গেল দেবেরাকোন্ডাকে| যা দেখে বিনোদন দুনিয়া অন্য আভাস পাচ্ছে| মিঞা-বিবি দুজনেই সম্পর্কের কথা স্বীকার করেছেন| রশ্মিকাকে ইদানীং বিজয়ের পরিবারের সঙ্গেও দেখা যাচ্ছে| তার আগে যুগলের একান্ত সাক্ষাত্ ফাঁস ছবিশিকারিদের কল্যাণে| তখন থেকেই গুঞ্জন, চলতি বছরেই নাকি চার হাত এক হতে চলেছে তাদের| আর মহাকুম্ভ স্নান নাকি তারই প্রাক্পর্ব! সংসার জীবনে যাতে কোনও দুষ্ট গ্রহ ছায়া ফেলতে না পারে, তার জন্যই গঙ্গাস্নান সারলেন অভিনেতা| সঙ্গী মা মাধবী দেবেরাকোন্ডা| দিন কয়েক আগেই মাকে নিয়ে বিজয়কে দেখা গিয়েছিল হায়দরাবাদ বিমানবন্দরে| সাদা পোশাকে ঝকঝকে দেখাচ্ছিল তাঁকে| গঙ্গাস্নানের সময় দুজনেই গেরুয়া বস্ত্র পরেছিলেন| নায়কের গলায় রুদ্রাক্ষের মালা| জোড়হাতে সূর্যপ্রণাম করতে দেখা যায় তাঁদের| স্নান সেরে সাদা উত্তরীয় দিয়ে উর্ধাঙ্গ ঢেকে মাকে নিয়ে মন্দিরে যান পুজো দিতে|
