৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

বিপজ্জনক বাড়িগুলি নিয়ে চিন্তিত কলকাতা পুরসভা

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা : বর্ষা শুরু হয়ে গিয়েছে। ফলে বিপজ্জনক বাড়িগুলি নিয়ে চিন্তিত কলকাতা পুরসভা। মেয়রের নির্দেশ অনুযায়ী শহরের বিপজ্জনক বাড়িগুলি ধরে ধরে পরিদর্শন করছেন ইঞ্জিনিয়াররা। কলকাতায় প্রায় তিন হাজারের কাছাকাছি বিপজ্জনক বাড়ি রয়েছে। ধর্মতলার মোড়ে দুটি বিপজ্জনক বহুতল রয়েছে। গত ১০ জুন নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে ওই বাড়ি দুটি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছিল পুরসভা। কিন্তু, বাড়ির ভাড়াটেরা আদালতের দ্বারস্থ হয়েছেন। এই অবস্থায় কিছুই করার থাকছে না কলকাতা পুরসভার। শরিকী বিবাদ ও ভাড়াটিয়াদের ‘বাস্তুচ্যূত’ হওয়ার ভীতি দুর্ঘটনার মুখে দাঁড়িয়ে থাকা বাড়িগুলিকে ভেঙে ফেলার কাজে প্রধান অন্তরায় হয়ে উঠেছে। বেশ কয়েকটি চরম বিপজ্জনক বাড়ি ভাঙতে গিয়ে দখলদার বাসিন্দাদের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়েছেন ইঞ্জিনিয়াররা। ভারী বৃষ্টি শুরু হলে মহানগরে এই নয়া বিপদের সম্ভাবনার কথা স্বীকার করেছেন পুরসভার  মেয়র ফিরহাদ হাকিম। কাশীপুর, পাইকপাড়া, চিৎপুর, কলেজ স্ট্রিট, বউবাজার, তালতলা, ইলিয়ট রোড এবং দক্ষিণের বালীগঞ্জ, যাদবপুর, এবং ভবানীপুরেই এই অতি বিপজ্জনক বাড়িগুলি এখনও ভগ্ন চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

 

 

 

 

 

Scroll to Top