২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে ভারী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হল

High News Digital Desk:

বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে ভারী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হল:

বুধবার থেকে বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে ভারী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হল। প্রায় আট মাস ধরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সেতু মেরামতির কাজ শুরু হয়েছে পুজোর পর থেকে। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করাটাও জরুরী। ভারী ও মাঝারি পণ্যবাহী কোনও গাড়িকে বুধবার থেকে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু হয়ে চলাচল করতে দেওয়া হবে না। সেতুর কাজ শেষ না হওয়া পর্যন্ত এই কড়াকড়ি থাকবে।  কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু। নবান্নগামী গাড়িও এই সেতু দিয়েই চলাচল করে।  এক্সাইড ক্রসিং থেকে এজেসি বোস রোড হয়ে আসা ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়িগুলিকে জওহরলাল নেহরু রোড, ডোরিনা ক্রসিং, সি আর এভিনিউ, শ্যামবাজার পাঁচ মাথার মোড় পার করে টালা ব্রিজ, ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু দিয়ে পার করানো হবে।  পুজো মিটতেই দ্বিতীয় হুগলি সেতু মেরামতির কাজ শুরু হয়েছে। নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১ নভেম্বর থেকে সেতু মেরামতির কাজ শুরু হচ্ছে। আগামী ৩০ জুন পর্যন্ত ভারী গাড়ি চলাচল বন্ধ থাকবে আপাতত। ৮০০ মিটার ডিভাইডার সারানোর কাজ শুরু হয়েছে বুধবার থেকে।

Scroll to Top