২৮ কার্তিক ১৪৩১ বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪
২৮ কার্তিক ১৪৩১ বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা : দলের আহত কর্মীদের দেখতে গিয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়ের। পঞ্চায়েত ভোট ও ভোট পরবর্তী হিংসায় আহত হয়ে পূর্ব মেদিনীপুর-সহ একাধিক জেলার দলীয় কর্মী, নেতারা ভরতি এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছিলেন, ”এই হামলার ঘটনায় যারা যুক্ত, তাদের পুলিশ ধরতে পারছে না। কী করে পারবে? হাই কোর্ট তো মাফিয়া ও সমাজবিরোধীদের আশ্রয় দিচ্ছে। এত খুন হয়েছে হাই কোর্টের জন্য।” মন্তব্যের জন্য আদালত অবমাননা মামলা দায়েরের অনুমতি চেয়েছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। যে পরিপ্রেক্ষিতে তাঁকে লিখিত অভিযোগ জানাতে বলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় নাম না করে মন্তব্য করেন, ”আমরা সেই সব রাজনৈতিক নেতাদের সম্মান করি না, যাঁরা আদালতের নামে ভুল কথা বলেন।” এরপর তিনি আবার বলেন, ‘‘সুপ্রিমো এমন কথা বলেন না। তিনি অনেকবার আদালতে এসেছেন। তাঁকে দেখেছি, বিচারপতিদের সম্মান করেন। দায়িত্বশীল রাজনীতিবিদ।’’ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যের উদ্দেশে তোপ দাগলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। ওদিকে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।

Scroll to Top