৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫

বিক্ষোভকারীদের সামনে মদ্যপ অবস্থায় সিভিক ভলান্টিয়ার, বাইকে চড়ে ব্যারিকেডে ধাক্কা!

High News Digital Desk:

কলকাতা : ফের বিতর্কে সিভিক ভলান্টিয়ার| আরজি করের ঘটনার প্রতিবাদে যখন রাস্তায় নেমেছেন পড়ুয়ারা, তখনই আবারও এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠল সাংঘাতিক অভিযোগ| মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে ব্যারিকেডে ধাক্কা! অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে আবার কার্যত আড়াল করার চেষ্টা এক ট্রাফিক সার্জেন্টের! সিঁথিতে শুক্রবার রাতের ঘটনা|

জানা গিয়েছে, রাত ১১টা থেকে জমায়েত শুরু হয়| ভোর ৪টে পর্যন্ত সময় নেওয়া ছিল| কিন্তু ভোারের দিকে আচমকাই ব্যারিকেডে ধাক্কা মারে বাইক আরোহী সিভিক ভলান্টিয়ার| অবস্থানরত এক ছাত্রীর দাবি, ওই বাইকে লেখা ছিল পুলিশ| অভিযুক্তের বয়ান থেকে উঠে আসছে মদ্যপ অবস্থায় ডিউটি করার অভিযোগ| প্রধানত গান গেয়ে, ছবি এঁকে প্রতিবাদ জানাচ্ছিলেন পড়ুয়ারা| তার মধ্যে আচমকাই সিভিক ভলান্টিয়ারের এমন কীর্তি|

ঘটনার প্রতিবাদে শনিবার ভোর ৪টে থেকে বিটি রোড অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা| যার জেরে রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে পড়ে বাস, বড় বড় মালবাহী লরি| সকালে বাস না পেয়ে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা| ব্যাপক যানজট তৈরি হয় বিটি রোডে| অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার এবং সার্জেন্টের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে| সকাল সাড়ে ৮টা নাগাদ পড়ুয়ারা জানতে পারেন, সিভিক ভলান্টিয়ারকে কাশীপুর থানা হেফাজতে নিয়েছে| এর পরেই অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা|

Scroll to Top