বয়কট মিডিয়া! সরব ইন্ডিয়া জোট| বিরোধী জোটের সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে রাজ্য- রাজনীতিতে তমুল বিতর্ক

বয়কট মিডিয়া! সরব ইন্ডিয়া জোট| বিরোধী জোটের সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে রাজ্য- রাজনীতিতে তমুল বিতর্ক| বেস কিছ মিডিয়াকে নিয়ে দীর্ঘদিন ধরে সরব হয়েছিলেন বিরোধীরা| বৃহস্পতিবার বয়কটের তালিকায় থাকা ১৪ জনের নাম সামনে আনা হয়েছে|

সংবাদমাধ্যেমের টেলিভিশন সঞ্চালকদের বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া| বেশ কিছ মিডিয়াকে নিয়ে দীর্ঘদিন ধরে সরব হয়েছিলেন বিরোধীরা| বৃহস্পতিবার বয়কটের তালিকায় থাকা ১৪ জনের নামও প্রকাশ্যে আনা হয়েছে|এবার ইন্ডিয়া জোটের তরফে তাদের অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হলো| জানা গিয়েছে, সম্বন্বয় কমিটির প্রথম বৈঠকে মিডিয়ার পক্ষপাতিত্ব নিয়ে সবচেয়ে বেশী সরব হয়েছে কংগ্রেস| রাহুল গান্ধীর যে ভারত জোড়া যাত্রা সেই বিষয় টিকেও তলে ধরা হয়| তাঁদের দাবি, রাহুল গান্ধীর ভারত জোড়া যাত্রা দেশের মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিলো| সেই সময় ভারত জোড়া যাত্রাকে খাটো করে দেখেছিলো বেশ কিছ সংবাদমাধ্যম| প্রসঙ্গত, ২০১৯ সালের মে মাসে কংগ্রেস এরকম বয়কটের সিদ্বান্ত নেয়| এবার বিরোধী ইন্ডিয়া জোট ইন্ডিয়া একই পথে হাটতে চলেছে| সংবাদমাধ্যেমের কন্ঠরোধ রুদ্ধ করার অভিযোগ তলে বৃহস্পতিবার রাত থেকে সরব বিজেপি নেতারা| এই নিয়ে এক্স হ্যান্ডেলে মন্তব্য করেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা, দলের াইটি সেলের প্রধান অমিত মালবীয়| সম্বন্বয় কমিটির বৈঠকে টিভি চ্যানেল এবং টিভি সঞ্চালকদের নাম চড়ান্ত করার পরে সেগুলি প্রকাশ্যেও আনা হয়| জানানো হয়, ওই টিভি সঞ্চালকদের কোনো অনুষ্ঠানে প্রতিনিধি পাঠাবে না জোটের অংশীদাকি কোনো দল| পক্ষপাতিত্ব করেছে মিডিয়াগুলির নাম সম্বন্বয় কমিটির বৈঠকে উপস্থিত সকলের কাছে চেয়েছেন শরদ পাওয়ার| এই সিদ্বান্তের কথা বলতে গিয়ে কংগ্রেসের মুখপাত্র পবন খেদা বলেন, আমরা কয়েকজন অ্যাঙ্কারের তালিকা তৈরী করেছি| তাঁদের টিভি অনুষ্ঠান বয়কট করা হবে| আমরা তাঁদের কোনো এমন জিনিস প্রচার করতে চাই না যা সমাজকে নস্ট করতে পারে| অপরদিকে পাল্টা বিজেপি সভাপতি জে পি নাড্ডা বলেন, ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যখন মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে| বিজেপির পাশাপাশি নিউস ব্রডকাস্টার অ্যাস্যোসিয়েশনও এই সিদ্বান্তের প্রতিবাদ জানিয়েছে|

 

Related News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা | ভোটের কৌশল…

বিস্তারিত

 এক দিকে মেঘভাঙা বৃষ্টি, অন্য দিকে ধসের জের। রবিবার রাত থেকে প্রাকৃতিক বিপর্যয় হিমালয়ের দুই…

বিস্তারিত

বিজেপি বিরোধিতার উদ্দেশ্যেই আত্মপ্রকাশ করল নতুন জোট- ইন্ডিয়া অর্থাত্ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স| আর…

বিস্তারিত

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগার পরিদর্শন করলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে| বৃহস্পতিবার উত্তরবঙ্গ…

বিশদ

ROUGH SEA IN DIGHA | দিঘায় ফুঁসছে সমুদ্র, সৈকতে নিষেধাজ্ঞা জারি

বিশদ
Scroll to Top