নিজস্ব সংবাদদাতা : ফের বিরোধী জোটকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফের সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে তুলনা করলেন। রাজস্থানের সিকারে নির্বাচনী জনসভা থেকে বিরোধী জোট INDIA-র নাম নিয়ে তাঁর মন্তব্য, ”নিজেদের পাপ মুছতে UPA হয়েছে INDIA. এভাবে নামবদলের খেলা চলছে। দেশের স্বার্থ নিয়ে এদের কারও কোনও মাথাব্যথা নেই।” এই প্রসঙ্গে তিনি নিষিদ্ধ সংগঠন SIMI, PFI’-এর সঙ্গেও তুলনা করেছেন। এর আগে দলের সংসদীয় কমিটির বৈঠকে INDIA জোটকে জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা করেছিলেন। এরপর রাজস্থান থেকে ফের সেই একই তুলনা টানলেন।
সামনেই রাজস্থানের বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে প্রচারে নেমেছে বিজেপি। বৃহস্পতিবার সিকারে নির্বাচনী প্রচারে গিয়ে মোদি আগাগোড়া নিশানা করলেন বিরোধী INDIA জোটকে। তাঁর কথায়, ”শুধু নাম বদলের খেলা চলছে। যা ছিল UPA, সেটাই এখন INDIA. কংগ্রেস আমলে সিমি ছিল সন্ত্রাসবাদী সংগঠন। এখন তা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)। কিন্তু নাম বদলে কি আর কাজ বদল হয়? ওদের লক্ষ্য, দেশকে লুট করা। ইউপিএ বা কংগ্রেস শাসনাধীন সরকারকে সেবার মানুষ উৎখাত করে ফেলেছিল। এবারও INDIA জোটকে মানুষ প্রত্যাখ্যান করবে।”
এরপর বিরোধীদের উদ্দেশে স্লোগানও তোলেন মোদি। মহাত্মা গান্ধীর আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, ”ব্রিটিশ বিরোধী আন্দোলনে গান্ধীজি আওয়াজ তুলেছিলেন, ইংরেজ ভারত ছাড়ো। এখন বিরোধীদের লক্ষ্য করে স্লোগান তোলার সময় এসেছে। দুর্নীতিবাজ, ভারত ছাড়ো। তোষামোদকারীরা, ভারত ছাড়ো।”
চলতি মাসের ১৭-১৮ তারিখে বেঙ্গালুরুতে হয়েছে ২৬ বিরোধী দলের বৈঠক। সেই বৈঠকেই বিরোধী জোটের নাম I.N.D.I.A. ঠিক করা হয়। তারপর দিন দশেক যেতে না যেতেই অন্তত তিন বার প্রধানমন্ত্রীর মুখে উঠে এল জোটের প্রসঙ্গ। তাহলে কি বিরোধী জোটের বাড়বাড়ন্ত চিন্তায় ফেলেছে পদ্মশিবির তথা নরেন্দ্র মোদিকে? তেমনই দাবি করছেন বিরোধীরা।