৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

বড়সড় ধাক্কা খেল ওএমজি২

High News Digital Desk:

বড়সড় ধাক্কা খেল ওএমজি২ :

সেন্সর বোর্ডের দ্বারস্থ হয়েছেন অক্ষয় কুমার| বড়সড় ধাক্কা খেল ওএমজি২|

প্রথম ছবি মুক্তির প্রায় এক দশক পরে আসতে চলেছে তার সিকু্যয়েল| ২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের ছবি ওএমজি: ওহ মাই গড| তার ১১ বছর পরে মুক্তি পেতে চলেছে দ্বিতীয় ছবি ওএমজি২| সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলক| আগামী ১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা তার ছবির| তবে তার আগেই বড়সড় ধাক্কা খেল ওএমজি ২| সূত্রের খবর, ছবি মুক্তির মাত্র এক মাস আগে তাতে স্থগিতাদেশ দিয়েছে সেন্সর বোর্ড তথা সিবিএফসি| বক্সঅফিসে দীর্ঘদিন হিট-এর মুখ দেখেননি অক্ষয় কুমার| পর পর পাঁচটা ফ্লপ ছবির জেরে ক্লান্ত অভিনেতা| এবার আর পরবর্তী সিনেমা ও এম জি ২ নিয়ে কোনওরকম ঝুঁকিই নিতে চাইছেন না তিনি| এই ছবিতে শিব ঠাকুরের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়| কোনও সংলাপের জেরে যাতে কোনও বিতর্ক না বাঁধে, তাই তত্পর হয়ে আগেভাগেই সেন্সর বোর্ডের দ্বারস্থ হয়েছেন অক্ষয় কুমার|
সূত্রের খবর, সেন্সর বোর্ডের তরফে আগে ও মাই গড ২ সিনেমার সংলাপ এবং সমস্ত দৃশ্য খুঁটিয়ে দেখা হবে| যাতে পরবর্তীতে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগের দায়ে সিনেনির্মাতাদের বিপাকে না পড়তে হয়| এবার থেকে সিনেমায় কোনও ধর্মীয় চরিত্র কিংবা ঈশ্বর, ভগবান থাকলে, চূড়ান্ত ছাড়পত্রের জন্য বোর্ডের রিভাইসিং কমিটির কাছে পাঠানো হবে| তাঁরাই ছবির সংলাপ এবং দৃশ্য ভাল করে খুঁটিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে| প্রসঙ্গত, ও মাই গড সিনেমায় এর আগে যেখানে কৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছিল, সেখানে এবার শিবের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে| মাথায় জটা, হাতে ডমরু নিয়ে সিনেমার টিজারে নতুন অবতারে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে| এই সিনেমার শুটিং করার সময়ে মায়ের পরামর্শে আমিষ খাওয়াও ছেড়ে দিয়েছিলেন অভিনেতা|

Scroll to Top