৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫

বঞ্চিত যোগ্যরা চাকরি ফিরে পাক, রাষ্ট্রপতিকে চিঠি লিখে আর্জি রাহুলের

High News Digital Desk:

নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ঘটনায় বঞ্চিত যোগ্যদের পাশে দাঁড়িয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দেড় পাতার চিঠিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি জানান তিনি। রাহুল গান্ধীর বক্তব্য, ন্যায্য পদ্ধতিতে নির্বাচিত প্রার্থীদের চাকরি বহাল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকারকে।

রাহুল গান্ধী টুইট করে জানিয়েছেন, “আমি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির কাছে চিঠি লিখে পশ্চিমবঙ্গের হাজার হাজার যোগ্য স্কুল শিক্ষকের বিষয়ে তাঁর সদয় হস্তক্ষেপ কামনা করেছি, যারা বিচার বিভাগ কর্তৃক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল করার পর তাদের চাকরি হারিয়েছেন। আমি রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি, তিনি সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করুন যাতে ন্যায্য উপায়ে যোগ্য প্রার্থীরা চাকরি চালিয়ে যেতে পারেন।”

Scroll to Top