১৮ আশ্বিন ১৪৩১ শনিবার ০৫ অক্টোবর ২০২৪
১৮ আশ্বিন ১৪৩১ শনিবার ০৫ অক্টোবর ২০২৪

বঙ্গ ফুটবলের জন্য কলকাতার  বুকে অ্যাকাডেমি গড়বে লা লিগা

High News Digital Desk:
  • বঙ্গ ফুটবলের জন্য কলকাতার  বুকে অ্যাকাডেমি গড়বে লা লিগা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  উদ্যোগে বড় পদক্ষেপ নেওয়া হল। লা লিগার  কর্তাদের সঙ্গে আলোচনার পর ঠিক হয়েছে, বঙ্গ ফুটবলের জন্য কলকাতার  বুকে অ্যাকাডেমি গড়বে লা লিগা। খুব শীঘ্রই লা লিগার একটি প্রতিনিধি কলকাতায় আসবেন। এই অ্যাকাডেমি গড়ার যাবতীয় জমির ব্যবস্থা করবে রাজ্য সরকার। স্পেনের বুকে সেই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘোষণার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন লা লিগার সভাপতি জাভিয়ের তেভাস  এবং সৌরভ গঙ্গোপাধ্যায় । ভারত তথা বাংলার ফুটবলের উন্নতির জন্য একটি অ্যাকাডেমি গড়তে চায় লা লিগা। সংস্থার সভাপতি জাভিয়ের তেভাস এই নতুন দিক নিয়ে খুবই আশাবাদী। নতুন প্রতিভা খুঁজে আনতে সব উদ্যোগ লা লিগার তরফ থেকেই নেওয়া হবে বলে জানা গিয়েছে।  প্রেসিডেন্টের সঙ্গেই বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। বাংলায় ফুটবল অ্যাকাডেমি খোলা নিয়ে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে মউ স্বাক্ষরিত হল রাজ্য সরকারের। ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল ফের ‘খেলা হবে’ স্লোগান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েক। ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।ছিলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানের ৩ কর্তাও।ক্রিকেটার হিসেবে কেরিয়ার গড়ার আগে চুটিয়ে ফুটবল খেলতেন মহারাজ। তাঁর ফুটবল প্যাশন সবার জানা। এহেন ভারতের প্রাক্তন অধিনায়ক রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগ নিয়ে প্রচণ্ড উত্তেজিত। লা লিগার সভাপতির সামনে দাঁড়িয়ে বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি বলেন, “শুধু বাংলা নয়, গোটা ভারতের কাছে অসাধারণ এক মুহূর্ত হতে চলেছে। আশাকরি স্প্যানিশ ফুটবল কলকাতার বুকে আলাদা দৃষ্টান্ত গড়তে পারবে।” সৌরভ আরও যোগ করেন, “কথা দিচ্ছি আপনারা একবার কলকাতায় যোগ দিলে বুঝতে পারবেন কেন এই শহর ফুটবল অ্যাকাডেমি তৈরি হওয়ার জন্য উপযুক্ত।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনের সঙ্গে বাংলার নানা বিষয়ে মিলের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শিল্পকর্ম, ফুটবল। বাংলায় ফুটবলের জনপ্রিয়তার কথা থেকে শুরু করে ফিফা যুব বিশ্বকাপ সফলভাবে আয়োজনের উদাহরণ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি চান, বাংলা থেকেও উঠে আসুক লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের মতো ফুটবলার।

Scroll to Top