২ চৈত্র ১৪৩১ বুধবার ১৮ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১ বুধবার ১৮ মার্চ ২০২৫

বইমেলায় আকুপাংচার নিয়ে আলোচনাসভা ও বইপ্রকাশ

High News Digital Desk:

সম্প্রতি কলকাতা বইমেলায় নারায়ণ স্যান্যাল সভাঘরে ইরিমের উদ্যোগে আকুপাংচার বিষয়ে এক আলোচনাসভা হয়ে গেল। সেখানে ‘গাঁটের ব্যথায় আকুপাংচার’ শীর্ষক একটি বইও প্রকাশিত হয়।

বক্তব্য রাখেন দেশের অন্যতম বরিষ্ঠ আকুপাংচার চিকিৎসক ডা: দেবাশিস বক্সী, ডা: চন্দনা মিত্র, ডা: তপন বিদ, ডা: পিনাকী চক্রবর্তী, সাংবাদিক সুজিত রায় ও মিতালি মিত্র, জৈব কৃষি বিজ্ঞানী উদয়ভানু রায়-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

এদিন আলোচনাসভায় বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা: দীপঙ্কর মুখার্জি জানান, সারা পৃথিবীতে আধুনিক চিকিৎসার পাশাপাশি আকুপাংচার চিকিৎসা বিশেষভাবে প্রচলিত ও ক্রমবর্ধমান I তিনি আকুপাংচার চিকিৎসার সর্বজনীনতার উপর বিশেষ গুরুত্ব দেন। অন্যান্য বক্তাদের বক্তব্যেও আকুপাংচারের উপকারিতা ও আকুপাংচার চিকিৎসায় সুস্থ থাকার বিষয়টি উঠে আসে।

Scroll to Top