২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

ফের সুন্দরবনে মর্মান্তিক ঘটনা, কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু মৎস্যজীবীর

High News Digital Desk:

 আবারও সুন্দরবনে বাঘের হামলায় মৃত্যু। বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর। বৃহস্পতিবার বিকেলে পীরখালি জঙ্গলের খাঁড়িতে এই ঘটনা ঘটেছে। এই মৃত্যুর বিষয়টি শুক্রবার প্রকাশ্যে আসে।

জানা গিয়েছে, এক সপ্তাহ আগে গত শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কাঁটামারি গ্রাম থেকে কাঁকড়া ধরতে সুন্দরবনের জঙ্গলে গিয়েছিলেন অজয়-সহ তিন মৎস্যজীবী। বৃহস্পতিবার বিকেলে তাঁরা কাঁকড়া ধরা শেষ করে পীরখালি জঙ্গলের খাঁড়ি থেকে নৌকো নিয়ে ফেরার সময় বাঘ হানা দেয়। নৌকার পিছনে বসে ছিলেন অজয়। হঠাৎ করে জঙ্গলের মধ্যে থেকে বাঘ বেরিয়ে এসে তাঁর ঘাড় কামড়ে ধরে। সঙ্গে সঙ্গে অপর দুই মৎস্যজীবী কালাচাঁদ সর্দার ও কার্তিক সর্দার বৈঠা হাতে বাঘের দিকে তেড়ে গেলে বাঘ চম্পট দেয়। আহত অবস্থায় অজয়কে নিয়ে দ্রুত ফেরার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

শুক্রবার সকালে অজয়ের মৃতদেহ নিয়েই কাঁটামারি ঘাটে ফেরে তাঁর দুই সঙ্গী। এই ঘটনা জানাজানি হতেই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ গ্রামে ফেরানোর পর খবর দেওয়া হয় কুলতলি থানাতেও। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃত অজয় সর্দারের স্ত্রী সরস্বতী সর্দার জানান, “নৌকা নিয়ে কাঁকড়া ধরতে যাওয়ার সময় সন্তানদের নিয়ে সাবধানে থাকার জন্য বলে গিয়েছিল। মেয়ের বাড়িতে গিয়ে শুনি ওনার খুব শরীর খারাপ, হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাড়ি এসে দেখি উঠোনে দেহ শোয়ানো রয়েছে।”

Scroll to Top