ফের দুষ্কৃতীদের কোপে উত্তর ২৪ পরগনার ব্যবসায়ী| ব্যারাকপুরের এক নামজাদা বিরিয়ানির দোকানের মালিককে টাকা চেয়ে হুমকি ফোন করে দুষ্কৃতীরা| টাকা না দিলে অপহরণের কথাও বলা হয়| এরপর আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী অনির্বাণ দাস| তবে এই ঘটনা প্রথম নয়| এর আগেও একাধিকবার তাঁকে টাকা চেয়ে ফোন করেছিল দুষ্কৃতীরা| এমনকি বছর খানেক আগে দোকানে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা| গোটা বিষয়টি নিয়ে তিনি দ্বারস্থ হয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার কাছে| আতঙ্কে ঘুম ছটেছে ব্যবসায়ীর| উল্লেখ্য, চলতি মাসের শুরুতে বেলঘরিয়ার রথতলায় গাড়ি ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা| এরপর আবার ব্যবসায়ীর ওপর দুষ্কৃতী হামলার অভিযোগ|
