ফের টোটোর ধাক্কায় রেলগেট ভাঙ্গার ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। এবার টোটোর ধাক্কায় রেলগেট ভাঙলো জলপাইগুড়ির তিন নম্বর রেল ঘুমটিতে। ফলে সৃষ্টি হয় চরম যানজট। বৃহস্পতিবার ৩ নম্বর ঘুমটিতে রেলগেট আটকানো অবস্থায় এক টোটো চালক হঠাৎই সেই রেলগেটে ধাক্কামারে। তারপরেই ভেঙ্গে যায় সেই রেল গেটটি। এই ঘটনায় জিআরপিএফ মোতায়ন করা হয়েছে সেখানে। বৃহস্পতিবার রাত থেকেই রয়েছে ট্রাফিক পুলিশের কর্মীরা।









