৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫

ফুটবলের মানচিত্রে রাশিয়ার ফেরার জন্য প্রার্থনা করতে বলেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

High News Digital Desk:

ইউক্রেন যুদ্ধ শেষ হলেই আবার বিশ্ব ফুটবলে রাশিয়াকে দেখা যাবে বলে জানালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর যুদ্ধ শেষ হওয়ার জন্য সবাইকে প্রার্থনা করতে বলেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান।

২০২২ সালে ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের পর থেকেই রাশিয়াকে বিশ্ব ফুটবলের আঙিনা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। ফিফা ও উয়েফার কোনও প্রতিযোগিতায় রাশিয়ার জাতীয় দলকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। তাছাড়া রাশিয়ার কোনও ক্লাবও খেলতে পারছে না ইউরোপিয়ান বা বৈশ্বিক কোনও টুর্নামেন্টে।

সার্বিয়ার বেলগ্রেডে বৃহস্পতিবার উয়েফার কংগ্রেসে ফিফা সভাপতি বলেছেন, “যুদ্ধ শেষ হলেই রাশিয়াকে আবার ফুটবলে দেখা যাবে। ইউক্রেনে শান্তির আলোচনা চলছে। আশা করি, রাশিয়াকে বিশ্ব ফুটবলের দৃশ্যপটে ফেরাতে পারব।”

Scroll to Top