৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

ফলিমারিতে রাস্তা তৈরীর ২৪ ঘন্টা না যেতেই উঠে যাচ্ছে পীচের প্রলেপ! অভিযোগ গ্রামবাসীর

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  ১০ই আগস্ট, বক্সিরহাট : পাকা রাস্তা তৈরীর ২৪ ঘন্টা না যেতেই উঠে যাচ্ছে পীচের প্রলেপ এমনটাই জানালো তুফানগঞ্জ ২ নং ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েতের চিকনতলা এলাকার মানুষ। গ্রামবাসীর অভিযোগ ফলিমারী চিকনতলা এলাকায় পথশ্রী প্রকল্পে পশ্চিম ফলিমারী ব্রীজের পাড় থেকে মিলন বাজার অবধি ৩ কিমি ৩৫০ মিটার রাস্তা নির্মাণ কাজে খুবই নিম্নমানের সামগ্রী ব্যাবহার করা হচ্ছে। যার দরুন ২৪ ঘন্টা না যেতেই আঁচড় কাটলেই উঠে যাচ্ছে পীচের প্রলেপ। যার ফলে রাস্তার এই বেহাল দশা। অথচ এই নির্মাণ প্রকল্প বাবদ ধার্য করা হয়েছে ১ কোটি ৭ লক্ষ ৯৩ হাজার টাকা। গ্রামবাসীর আরো অভিযোগ রাস্তা তৈরীতে ব্যবহার করা হয়নি কাঁটা পাথর। যার ফলে সহজেই রাস্তার পীচের চাদর মুরিমুড়কির মত উঠে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা নিরঞ্জন দাস জানান পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় আশায় বুক বেঁধেছিল গ্রামের সকলেই। তবে দুই কিলোমিটার জুড়ে শুধু পাথরের সাথে পীচ মিশিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। যার ফলে আঁচড় কাটলেই পীচের প্রলেপ উঠে যাচ্ছে। তাই আজ আমরা গ্রামবাসীরা এই রাস্তা নির্মান কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালাম। যতক্ষন কাঁটা পাথর দিয়ে রাস্তা নির্মান করা না হবে ততক্ষণ আমরা এই রাস্তা নির্মানের কাজ বন্ধ করে রাখবো।

Scroll to Top