৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে নতুন কীর্তি গড়লেন ধোনি

High News Digital Desk:

সোমবার একানা স্টেডিয়ামে লখনউ সুপার জয়েন্টস ও চেন্নাই সুপার কিংস ম্যাচে চেন্নাইয়ের স্পিনার রবীন্দ্র জাদেজার বলে অনেকটা বেরিয়ে এসে বল মারার চেষ্টা করলেন আয়ুশ বাদোনি। কিন্তু পারলেন না। তাকে সহজেই স্টাম্পিং করলেন মাহেন্দ্র সিং ধোনি। সেই সঙ্গে এই অভিজ্ঞ কিপার গড়লেন এক অনন্য কীর্তি।

আইপিএলে ধোনির ২০০তম ফিল্ডিং ডিসমিসাল এটি। টুর্নামেন্টটির দেড় যুগের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।

আইপিএলে ধোনির ফিল্ডিং ডিসমিসাল এখন ২০১টি। এর মধ্যে কিপার হিসেবে তার ক্যাচ ১৫১টি, স্টাম্পিং ৪৬টি। এছাড়া চারটি ক্যাচ তিনি নিয়েছেন ফিল্ডার হিসেবে।

এই তালিকায় ধোনির ধারেকাছে কেউ নেই। ১৮২ ফিল্ডিং ডিসমিসাল নিয়ে দুইয়ে আছেন দিনেশ কার্তিক। পরের চারটি স্থানে যথাক্রমে এবি ডি ভিলিয়ার্স (১২৬), রবিন উথাপ্পা (১২৪), ঋদ্ধিমান সাহা (১১৮) ও বিরাট কোহলি (১১৬)।

Scroll to Top