কলকাতা: ‘রাত দখল’, প্রতিবাদ কর্মসূচি| ৪ সেপ্টেম্বর সেই কর্মসূচিতেই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ঘিরে উঠল স্লোগান| নারীর সুরক্ষা, নারীর সম্মান তথা নারীর অধিকার রক্ষার লড়াইয়ে আরেক নারীর উপর হেনস্তা! এটাই কী ‘রাত দখল’? বুধবার শ্যামবাজারে রাত দখলের লড়াইয়ে আন্দোলনকারীদের হাতে হেনস্তার শিকার হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত| এই ঘটনায় আন্দোলনকারীদের দিকেই প্রশ্ন ছুড়ে দিল টলিপাড়া|
ঠিক কী ঘটেছিল বুধবার রাতে শ্যামবাজারে?
বুধবার সন্ধে থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আন্দোলনে শামিল হন অগণিত মানুষ| তাতে অংশ নেন তারকারাও| প্রায় মধ্যরাতে পৌঁছন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত| সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবিচারের দাবিতেই সুর চড়িয়েছিলেন ঋতুপর্ণা| কিছুক্ষণের মধ্যে এলাকায় ছড়ায় উত্তেজনা| অভিনেত্রীর উদ্দেশে ওঠে ‘গো ব্যাক স্লোগান’| রীতিমতো অসম্মানিত করা হয় ঋতুপর্ণাকে| অভিনেত্রীর গাড়ির উপরও চড়াও হয় আন্দোলনকারীদের একাংশ| কোনওক্রমে গাড়িতে গিয়ে ওঠেন অভিনেত্রী| এলাকা ছাড়তে বাধ্য হন তিনি|
এখানেই সরব হয়েছে টলিউড| অভিনেত্রীর সহকর্মীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, এক নারীর প্রতিবাদে পথে নেমে আরেক নারীর অসম্মান? আমরা কি প্রতিবাদের মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছি?
সামাজিক মাধ্যমে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় লিখেছেন, ‘ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে এই অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি| সবাই আন্দোলনে সামিল হতে পারেন| কেউ কাউকে আটকাতে পারেন না|’
দেবলীনা দত্তর প্রতিক্রিয়া, ‘ছেলেমেয়ে নির্বিশেষে সবাই শারীরিক আক্রমণ করলেন ঋতুদিকে| যাঁরা ঋতুপর্ণাকে বাঁচাতে গিয়েছিলেন, তাঁদের মধ্যে একজনের সিটি স্ক্যান হবে| আরেকজন গুরুতর আহত! আমি প্রত্যক্ষদর্শী|’
জিতু কমল সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এটা ঠিক হচ্ছে না, দয়া করে এগুলো করে অতি-উৎসাহ দেখাবেন না|’
কিছদিন আগেও তিলোত্তমার বিচারের দাবি জানিয়েছিলেন অভিনেত্রী| সেখানেও তাঁকে আক্রমণ করে কুমন্তব্যের ঝড় ওঠে|