- পুত্রসন্তানের সন্তানের বাবা হলেন জশপ্রীত বুমরাহ
সন্তানের বাবা হলেন জশপ্রীত বুমরাহ । সোমবার সকালে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তারকা পেসারের স্ত্রী সঞ্জনা গণেশন।সোশ্যাল মিডিয়ায় সুখবর দেন ক্রিকেটার। নবজাতকের নাম রেখেছেন অঙ্গদ। এশিয়া কাপের মাঝপথেই দেশে ফিরছেন বুমরাহ। তখনই শোনা গিয়েছিল, প্রথমবার বাবা হতে চলেছেন ভারতীয় তারকা পেসার। আর সেই কারণেই মাঝে ক’টা দিন ছুটি নিয়ে মুম্বইয়ে স্ত্রী এবং পরিবারের কাছে যাচ্ছেন তিনি। তবে গোটা টুর্নামেন্টে তিনি খেলবেন না, এমনটা নয়। ভারতীয় দল সুপার ফোরে কোয়ালিফাই করলেই দলের সঙ্গে আবার যোগ দেবেন তিনি বলে খবর। ভারতীয় পেসার নিজে সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাতর হাতের ছবি পোস্ট করলেন। সঙ্গে লিখলেন, ‘আমাদের ছোট পরিবার বড় হল। আমাদের হৃদয় আজ পরিপূর্ণ। আজ সকালে আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানিয়েছি। অঙ্গদ যশপ্রীত বুমরাকে পৃথিবীতে স্বাগত। সন্তানের সঙ্গে সঙ্গে জীবনে আর যা যা হবে, তার জন্য তর সইছে না।’ দীর্ঘদিন চোটের কবলে থাকার পরে চলতি মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করেন বুমরাহ। প্রত্যাবর্তনের সিরিজেই প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কারও পান তিনি। তারপরেই ফের সুখবর পেলেন ভারতের তারকা পেসার।










