নিজস্ব সংবাদদাতা : পাটনা ও বেঙ্গালুরুর পর এবার মুম্বইতে বৈঠকে বসতে চলেছেন বিরোধী ঐক্যের নেতা-নেত্রীরা। এই বৈঠকেই বিরোধী জোট ইন্ডিয়ার লোগো চূড়ান্ত হতে পারে। বৃহস্পতিবার ২৬টি বিজেপি বিরোধী দলের দু’দিনের আলোচনাসভা বসতে চলেছে মুম্বইয়ে। বিরোধী দলগুলির তৃতীয় এই বৈঠকের সম্ভাব্য কর্মসূচি প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে বৃহস্পতিবার বৈঠকের প্রথমার্ধেই নতুন লোগো সর্বসমক্ষে আনা হবে। অভিন্ন মঞ্চ এবং নাম তৈরি হয়েছিল আগেই। এ বার একটি লোগোকে সামনে রেখেই লোকসভা ভোটের লড়াইয়ে নামবে ২৬টি বিরোধী দল।
বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের পর সাংবাদিক বৈঠক করে নিজেদের পরবর্তী কর্মসূচির কথা জানাবেন বিরোধী দলগুলির শীর্ষ নেতৃবৃন্দ। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এনসি নেতা ফারুক আবদুল্লা, আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের মতো নেতৃবৃন্দ মুম্বই পৌঁছে গিয়েছেন। বুধবার একটি ঘরোয়া বৈঠকের পর নৈশভোজে মিলিত হবেন বিরোধী নেতারা। নৈশভোজটির আয়োজক শিবসেনা (উদ্ধব) নেতা উদ্ধব ঠাকরে। লোকসভা বৈঠকে আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত না হলেও এই নিয়ে আলোচনা শুরু হতে পারে মুম্বইয়ে। এর পাশাপাশি রাজ্য রাজনীতির বাধ্যবাধকতা এবং আলাদা প্রেক্ষিতকে দূরে সরিয়ে সমমনস্ক দলগুলি যাতে একসঙ্গে বিজেপি বিরোধিতায় নামতে পারে, তার জন্য অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরির উপরে জোর দেওয়া হচ্ছে। বিরোধী জোটের জন্য নয়াদিল্লিতে একটি অভিন্ন কার্যালয় তৈরির বিষয়টিতেও সিলমোহর পড়তে পারে বৃহস্পতিবার। তবে জোটের আহ্বায়ক বা চেয়ারপার্সন বাছাই নিয়ে স্থির ঐকমত্যে পৌছনো যায়নি বলেই জানা গিয়েছে।
ইতিমধ্যে কেন্দ্র রান্নার গ্যাসের দাম কমাতেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মল্লিকার্জুন খাড়গে – শোনা গিয়েছে বিরোধী ঐক্যের জয়গান।
‘ইন্ডিয়া’র দমে কমল গ্যাসের দাম। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২০০ টাকা কমাতেই দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট X-এ তাঁর দাবি, “ইন্ডিয়া (I.N.D.I.A) জোট এ পর্যন্ত মোটে দু’টি বৈঠক করেছে। তাতেই রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমে গেল। এটাই ইন্ডিয়ার দম।”
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেরও একই বক্তব্য। তিনিও টুইট করে বলছেন, ইন্ডিয়াকে দেখে মোদি যে ভয় পেয়েছেন, সেটা ভালই লাগল।