বিহারে শুক্রবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। তারপরও দুই দিন অর্থাৎ ১৬ নভেম্বর পর্যন্ত পাটনায় বাড়ানো হয়েছে আদর্শ আচরণবিধি। এছাড়াও বিজয় মিছিলও নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই ১৬ নভেম্বর পর্যন্ত পাটনায় আদর্শ আচরণবিধি লাগু রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশের নির্বাচন কমিশন। বিহারে গত ৬ অক্টোবর ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই আদর্শ আচরণবিধি লাগু হয়, পাটনায় যা বাড়িয়ে ১৬ নভেম্বর করা হয়েছে। একইসঙ্গে বিজয় মিছিল করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে।
উল্লেখ্য, বিহার বিধানসভার ২৪৩টি আসনের মধ্যে জিততে দরকার ১২২টি আসন। বিহারে এবার দুই দফায়, যথাক্রমে ৬ ও ১১ নভেম্বর ভোট হয়েছে। গত ৬ নভেম্বর প্রথম দফায় বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় ভোট পড়েছিল ৬৫.০৮ শতাংশ। ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ২০টি জেলার ১২২টি বিধানসভা আসনেও ব্যাপক ভোট পড়ে।









