পাঁশকুড়া : আন্দোলন থেমে যায়নি| আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর হত্যাকাণ্ডে সুবিচার যতদিন না নিশ্চিত হচ্ছে, প্রতিবাদের আগুন নির্বাপিত হবে না| এমনটাই জানিয়েছেন বিক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা| সরকার বেশ কয়েকটি দাবি মানতে বাধ্য হওয়ায় স্বাস্থ্য ভবনের অদূরে ১১ দিনের অবস্থান-অবরোধ অবশ্য উঠে গিয়েছে| দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতিও একটা বড় কারণ সেই অবস্থান কর্মসূচি তুলে নেওয়ার| জুনিয়র চিকিৎসকদের বয়ান, ‘অসংখ্য সাধারণ মানুষ অবরোধ আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে ছিলেন| তাঁদের অনেকেই আজ বন্যা কবলিত| আমরাও তাঁদের পাশে থাকব’|
ফাঁকা প্রতিশ্রুতি নয়| সত্যিই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন আন্দোলনকারীরা| প্রান্তিক প্লাবিত এলাকায় খুলেছেন ‘অভয়া ক্লিনিক’, ‘অভয়া’ ত্রাণ শিবির| পাঁশকুড়ার কথাই ধরুন| সেখানে বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়| রবিবার সেই পাঁশকুড়ার কনকপুরে দেখা গেল জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পরিচিত মুখ কিঞ্জল-অনিকেতকে| বন্যার্তদের চিকিৎসাও করলেন তাঁরা| দুর্যোগে হৃতসর্বস্ব মানুষ স্বভাবত নিখরচায় ডাক্তার দেখাতে পেরে খুশি| খুশি বিনা ব্যয়ে ওষুধ পেয়েও|
কলকাতায় প্রতিবাদের ঢেউ প্রত্যক্ষ করেছেন রাজ্যবাসী| আর বর্তমান বন্যা-পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবার সহৃদয় নিষ্ঠাও লক্ষ করছি আমরা| অনিকেত-কিঞ্জলরা দিনে দিনে পশ্চিমবঙ্গবাসীকে নতন আশায় উদ্ভাসিত করছেন নিঃসন্দেহে|