১৮ আশ্বিন ১৪৩১ শনিবার ০৫ অক্টোবর ২০২৪
১৮ আশ্বিন ১৪৩১ শনিবার ০৫ অক্টোবর ২০২৪

পাঁশকুড়ার বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়, জুনিয়র চিকিৎসকরা খুলেছেন ‘অভয়া ক্লিনিক’, বন্যার্তদের চিকিৎসা করতে দেখা গেল কিঞ্জলদের

High News Digital Desk:

পাঁশকুড়া : আন্দোলন থেমে যায়নি| আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর হত্যাকাণ্ডে সুবিচার যতদিন না নিশ্চিত হচ্ছে, প্রতিবাদের আগুন নির্বাপিত হবে না| এমনটাই জানিয়েছেন বিক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা| সরকার বেশ কয়েকটি দাবি মানতে বাধ্য হওয়ায় স্বাস্থ্য ভবনের অদূরে ১১ দিনের অবস্থান-অবরোধ অবশ্য উঠে গিয়েছে| দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতিও একটা বড় কারণ সেই অবস্থান কর্মসূচি তুলে নেওয়ার| জুনিয়র চিকিৎসকদের বয়ান, ‘অসংখ্য সাধারণ মানুষ অবরোধ আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে ছিলেন| তাঁদের অনেকেই আজ বন্যা কবলিত| আমরাও তাঁদের পাশে থাকব’|

ফাঁকা প্রতিশ্রুতি নয়| সত্যিই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন আন্দোলনকারীরা| প্রান্তিক প্লাবিত এলাকায় খুলেছেন ‘অভয়া ক্লিনিক’, ‘অভয়া’ ত্রাণ শিবির| পাঁশকুড়ার কথাই ধরুন| সেখানে বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়| রবিবার সেই পাঁশকুড়ার কনকপুরে দেখা গেল জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পরিচিত মুখ কিঞ্জল-অনিকেতকে| বন্যার্তদের চিকিৎসাও করলেন তাঁরা| দুর্যোগে হৃতসর্বস্ব মানুষ স্বভাবত নিখরচায় ডাক্তার দেখাতে পেরে খুশি| খুশি বিনা ব্যয়ে ওষুধ পেয়েও|
কলকাতায় প্রতিবাদের ঢেউ প্রত্যক্ষ করেছেন রাজ্যবাসী| আর বর্তমান বন্যা-পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবার সহৃদয় নিষ্ঠাও লক্ষ করছি আমরা| অনিকেত-কিঞ্জলরা দিনে দিনে পশ্চিমবঙ্গবাসীকে নতন আশায় উদ্ভাসিত করছেন নিঃসন্দেহে|

Scroll to Top