পরিত্যক্ত পাম্প হাউজ়ের একাংশ ভেঙে মৃত ১ঃ
বুধবার বিকেলে রবীন্দ্র সরোবর থানা এলাকার ৩ নম্বর লেক কলোনিতে সেখানে পূর্ণ দাস রোডের ধারে একটি পুরনো পাম্প হাউজ় ছিল। বুধবার বিকেল ৫টা নাগাদ হঠাৎই পরিত্যক্ত পাম্প হাউজ়ের একাংশ ভেঙে পড়ে। পাম্প হাউসে আশ্রয় নিয়েছিলেন এক ব্যক্তি। সেই পাম্প হাউস ভেঙে মৃত্যু হল পাপ্পু দাসের (৩৬)। মৃত ওই ব্যক্তির ঝাড়খণ্ডের কোডারমার বাসিন্দা। পুরনো ওই পাম্প হাউসটি জরাজীর্ণ অবস্থায় ছিল। সেই পাম্প হাউসেই অস্থায়ী আস্তানা গড়েছিলেন ওই ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির।কলকাতায় কাজের উদ্দেশ্যেই তিনি ঝাড়খণ্ড থেকে এসেছিলেন। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘ওই পাম্প হাউসটি ছিল ৮৬ নম্বর ওয়ার্ডে। দীর্ঘদিন ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে জানতে পারি ওখানে একজন লোক ছিলেন। সেই পাম্প হাউস বুধবার ভেঙে পড়েছে। ওই ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা। ধ্বংসস্তূপে চাপা পড়ে তিনি মারা গিয়েছেন।’ দুর্ঘটনা এড়াতে শহরের আরও যেখানে যেখানে এমন পরিত্যক্ত পাম্প হাউজ় রয়েছে, সেগুলি ভেঙে ফেলার জন্য নির্দেশ দিয়েছেন কলকাতার মহানাগরিক। অতীতে বর্ষাকালে বিপজ্জনক বাড়ির অংশ ধসে পড়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। পুরসভার পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় প্রায় তিন হাজারের কাছাকাছি বিপজ্জনক বাড়ি রয়েছে। যার মধ্যে ৫০০টির অবস্থা খারাপ।