৩ আশ্বিন ১৪৩১ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪
৩ আশ্বিন ১৪৩১ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

পঠনপাঠন বন্ধ, পেন ডাউন, বিক্ষোভ; কাঠগড়ায় সোনারপুরের কলেজ কতৃপক্ষ

কলকাতা : একদিকে যখন নারী সুরক্ষা নিয়ে দেশ জুড়ে আন্দোলন চলছে, ঠিক তখনই কলেজে মেয়েদের জন্য নেই সঠিক পরিষেবা। শৌচালয় থেকে কমন রুম – সবেতেই নারীদের প্রতি অবহেলার ছাপ স্পষ্ট। পরিণামে বন্ধ কলেজ। পেন ডাউন করে শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভ অধ্যাপক ও অন্যান্য শিক্ষাকর্মীদের। সোনারপুরের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে সোমবারের ঘটনা।

নারীদের যাবতীয় স্বাচ্ছন্দ্যের অভাব বিষয়ে অভিযোগ, বহু বছর ধরে কলেজের পরিকাঠামোগত বেশ কিছু ত্রুটি রয়েছে, যা বারবার ম্যানেজমেন্টকে জানিয়েও কোনওরকম সুরাহা হয়নি। এছাড়া, তীব্র গরমে পাখা ছাড়াই ক্লাস করতে হয় পড়ুয়াদের। কেউ অসুস্থ হলেও নেই ফার্স্ট এইডের ব্যবস্থা। লাইব্রেরিতেও নেই পর্যাপ্ত সংখ্যায় বই। শিক্ষকদের পারিশ্রমিক নিয়েও রয়েছে নানান অসন্তোষ।

আরও গুরুতর অভিযোগ, এই সব সমস্যার মধ্যে শিক্ষকদের একরকম অন্ধকারে রেখেই কলেজ কর্তৃপক্ষ অন্য একটি বেসরকারি গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে কলেজ। ঘটনার প্রতিবাদে সোমবার এক্সিকিউটিভ ডিরেক্টরকে ঘিরে অবস্থান বিক্ষোভে বসেন শিক্ষকরা। এক্সিকিউটিভ ডিরেক্টরের হাতে লিখিত আকারে দাবি-সমূহও তুলে দেওয়া হয়। জানানো হয়, শীঘ্রই এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আন্দোলন চলবে। শিক্ষকদের পাশাপাশি, যথাযথ পরিকাঠামোর দাবিতে পড়ুয়াদেরও দেখা যায় সোমবারের আন্দোলনে।

Scroll to Top