কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করার ঘটনায় চাঞ্চল্য নৈহাটিতে। সোমবার সপ্তাহের প্রথম দিনে এই ঘটনায় আতঙ্কও ছড়ায়। এদিন ভোরে নৈহাটির রাজেন্দ্রপুরে একটি বরফ কারখানায় পাইপলাইন থেকে গ্যাস লিক হতে থাকে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন কারখানার কর্মী এবং এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে খবর, ভোরে ঘুমের মধ্যে অনেক বাসিন্দার শ্বাসকষ্ট শুরু হয়েছিল। পরে কারখানা থেকে গ্যাস লিক হচ্ছে বুঝতে পেরে তড়িঘড়ি দমকল ও পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু গ্যাস রোধ করতে কালঘাম ছোটে দমকলেরও। দীর্ঘক্ষণ এই গ্যাস লিক হওয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। তাঁদেরকে দ্রুত নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন।
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিধায়ক সনৎ দে জানান, আতঙ্কের কোনও কারণ নেই। জানা গিয়েছে, কারখানায় রক্ষণাবেক্ষণের অভাবেই এই কাণ্ড ঘটেছে। অন্যদিকে, ঘটনার পর থেকেই কারখানার মালিক পলাতক। পুলিশ তার খোঁজ শুরু করেছে।










