নিজস্ব সংবাদদাতা : বাজিমাত করেন ভারতীয় তারকা । ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হওয়াটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন নীরজ চোপড়া। ভারতীয় তারকা জিতে নিলেন জ্যাভেলিন থ্রোয়ের খেতাব। পঞ্চম রাউন্ডে ছুঁয়ে ফেললেন ৮৭.৬৬ মিটারের ‘ম্যাজিক ফিগার’! যে সংখ্যাটা পার হয়ে যেতে পারলেন না কেউই। প্রথম চার রাউন্ডে সেভাবে নিজেকে মেলে ধরতে পারলেন না, দু’টো থ্রো আবার বাতিলও হয়। গত মে মাসে দোহায় ৮৮.৬৭ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ। লুসানে। চ্যাম্পিয়ন হয়ে নীরজ বলেন, ‘চোট সারিয়ে ফিরে আসার পরে একটু নার্ভাস লাগছিল। তাছাড়া আজ রাতে এখানে বেশ ঠাণ্ডা পড়েছে। নিজের সেরাটা থেকে বিস্তর দূরে রয়েছি। তবে ধীরে ধীরে পারফর্ম্যান্সে উন্নতি হচ্ছে। জয়টা জয়ই হয়। আমি খুশি মনে গ্রহণ করছি সেটাকে।’দোহার পরে এটিই ছিল চলতি মরশুমে নীরজের দ্বিতীয় ইভেন্ট। চোটের জন্য জুনের তিনটি ইভেন্ট থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। নেদারল্যান্ডসের এফবিকে গেমস, ফিনল্যান্ডের পাভো নুরমি গেমস ও চেক প্রজাতন্ত্রের ওস্ত্রাভা গোল্ডেন স্পাইকে লড়াই চালানোর কথা ছিল চোপড়ার। তিনটি ইভেন্ট মিস করার পরে অবশেষে ট্র্যাকে ফেরেন নীরজ এবং চোট সারিয়ে ফিরে এসেই চ্যাম্পিয়ন হন ভারতীয় তারকা।