কলকাতা : রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন জহর সরকার। সেই আসনেই এবার ভোট করানোর জন্য তৎপর হল জাতীয় নির্বাচন কমিশন। গত ১৯ সেপ্টেম্বর পদত্যাগ করেছেন জহর সরকার, যাঁর মেয়াদকাল ছিল ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্রে খবর, আসন্ন দুর্গাপুজোর পরই রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। একই সঙ্গে রাজ্যসভার নির্বাচনকেও সম্পন্ন করতে চাইছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে আরও খবর, ঘোষণার পরপরই রাজ্যের উপ-নির্বাচনের এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। তবে এবার কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা অন্যবারের তুলনায় বেশি থাকবে বলে আভাস পাওয়া গিয়েছে। এমন আবহে সব ক’টি রাজনৈতিক দল এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে।
বুধবার বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম প্রয়াত হয়েছেন। রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ও রাজ্যসভার নির্বাচনের সঙ্গে কি বসিরহাট লোকসভা আসনেও নির্বাচন করাবে কমিশন? এখন এটাও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
রাজ্যের শাসকদল অবশ্য জয়ের ব্যাপারে চূড়ান্ত আত্মবিশ্বাসী। তাদের বিশ্বাস, রাজ্যের মানুষ যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রাখেন, তাই সব আসনেই জয়লাভ করবে তৃণমূল। এখন অপেক্ষা, নির্বাচন কমিশন কবে নির্ঘণ্ট প্রকাশ করে। তবে মহারাষ্ট্রের ভোটের সঙ্গেই এই নির্বাচনগুলি যে সংঘটিত হবে, তা একপ্রকার জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।