নিপা আক্রান্ত সন্দেহে যুবক ভর্তি বেলেঘাটা আই ডি-তে:
বেলেঘাটা আইডি-তে নিপা আক্রান্ত সন্দেহে এক রোগীকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রের খবর, ওই ব্যক্তি একজনকেরলের পরিযায়ী শ্রমিক । সেখান থেকে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্বর-সহ বিভিন্ন উপসর্গ নিয়ে প্রথমে ভর্তি হয়েছিলেন কলকাতার একটি সরকারি হাসপাতালে। এরপর ওই পরিযায়ী শ্রমিককে ভর্তি করা বেলেঘাট আইডি হাসপাতালে। কেরলের এরনাকুলামে কাজ করতে যান যুবক পূর্ব বর্ধমানের বাসিন্দা ২৬ বছরের যুবক৷ জ্বরের সঙ্গে বেশ কিছু উপসর্গ থাকায় তাঁকে ১১ সেপ্টেম্বর ন্যাশনাল মেডিকেল কলেজে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তর করা হয়। নিপা ভাইরাসে আক্রান্তের উপসর্গের মতোই কিছু উপসর্গ থাকায় নিপা সংক্রমণের আতঙ্ক ছড়ায়। তবে এখনও তাঁর নিপা হয়েছে বলে কোনও পরীক্ষায় ধরা পড়েনি। কেরলে ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস । আগেই ‘নিপা অ্যালার্ট’ জারি করা হয়েছে কোঝিকোড়ে। কেরলের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, তারা পুরো পরিস্থিতির দিকে নজর রাখছেন। সামনেই পুজোর মরশুম। তার আগে ডেঙ্গি ম্যালেরিয়ার প্রকোপ বেড়েই চলেছে রাজ্যে। এখনও পর্যন্ত বাংলায় ডেঙ্গিতে ৩৩ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গি আতঙ্কের মধ্যেই নিপা সন্দেহে আইডিতে ভর্তি হওয়া যুবকের কেস আরও আতঙ্ক বাড়িয়েছে।