নিজস্ব সংবাদদাতা : মোহনবাগানের একটি বিবৃতি জারি করে জানানো হয়, আগামী ৪ জুলাই অর্থাৎ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে থেকে মোহনবাগান মাঠে দেখা যাবে আর্জেন্টাইন তারকা গোলকিপারকে। তার জন্য ১ ও ২ জুলাই বেলা ২টো থেকে সন্ধে ছ’টা পর্যন্ত টিকিট পাবেন সবুজ-মেরুন সদস্যরা। ওই সময় মেম্বারশিপ কার্ড নিয়ে ক্লাব তাঁবুতে পৌঁছে যেতে হবে। একটি মেম্বারশিপ কার্ডে একটি টিকিট পাবেন সদস্যরা। এটি কমপ্লিমেন্টরি টিকিট। অর্থাৎ একেবারে নিখরচায় মার্টিনেজ দর্শনের সুযোগ করে দিচ্ছে মোহনবাগান।`এছাড়াও পিডব্লিউডির কমপ্লিমেন্টরি টিকিট পাওয়া যাবে ইডেনের উলটো দিকের PWD কাউন্টার থেকে। একজনকে সর্বোচ্চ দু’টি করে টিকিট দেওয়া হবে। তাই আর দেরি না করে চটপট নিজের টিকিটটি সংগ্রহ করে ফেলুন।আপাতত যা জানা গিয়েছে, ৩ জুলাই রাতে কলকাতায় পৌঁছে যাবেন মার্টিনেজ। পরের দিন সকালে হোটেলে কিছু অনুষ্ঠান। বিকেলে মোহনবাগান মাঠে যাবেন মার্টিনেজ। সেখানে কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের ম্যাচ বল মেরে উদ্বোধন করতে পারেন। মোহনবাগানে যাওয়ার পরের দিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়ে মারাদোনার মূর্তিতে মালা দেওয়ার কথা মার্টিনেজের। ৬ এপ্রিল কলকাতা থেকেই বাংলাদেশ উঠে যাবেন তিনি।










