মাটিগাড়ায় স্কুল ইউনিফর্মে থাকা নাবালিকাকে খুনের ঘটনায় আরো চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। এর আগে পরবর্তী তদন্তের জন্য দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। শুক্রবার অভিযুক্ত মহম্মদ আব্বাসকে ফের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক আরো চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তকে আদালতে পেশ করা নিয়ে আদালত চত্ত্বরকে কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছিল এদিন।
