২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এ বারের বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ ‘পূর্ণাঙ্গ বাজেট’। নদী কেন্দ্রিক এলাকায় ‘নদী বন্ধন’ নামে নতুন প্রকল্পের ঘোষণা হল বুধবার রাজ্য বাজেটে। এই প্রকল্পে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ। ওই প্রকল্পের মোট খরচ হল ১,৫০০ কোটি টাকা।
উল্লেখ্য, রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ দুই বছরে শেষ হবে বলে জানালেন মন্ত্রী। এই প্রকল্পের মোট খরচ ১৫০০ কোটি টাকা। এ বারের রাজ্য বাজেটে বরাদ্দ করা হলো মোট ৫০০ কোটি টাকা। ফারাক্কার জন্য নদী ভাঙ্গন বন্ধে ২০০ কোটি টাকার মাস্টার প্ল্যানের কথা বলা হয়েছে। গঙ্গা সাগর সেতু চার লেন করতে ৫০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে রাজ্য বাজেটে। এই সেতুর দৈর্ঘ্য ৪.৭৫ কিলোমিটার।